পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৪২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গাণিনি । 8>) ননেীর সমকালিক বলিয়াছেন, তাহ শেষ নন্দ না হইয়া নবনন্দের তৃতীয় কি চতুর্থ নন্দ হউক। বৃহৎকথা বলিয়াছেন, পাণিনি ও বাড়ি তুলাকালিক, যুক্তি ও পাণিনি নিজে তাঁহাই বলিতেছেন। আচাৰ্য্য গোলর্ড করের মতে পাণিনি খৃষ্টজন্মের ৬০০ শত বৎসর পূর্ববৰ্ত্তী । ইউরোপীয় অন্যান্ত পণ্ডিতগণেব মতে তিনি খৃষ্ঠজন্মেব ৪০০ শত বৎসরের পূর্ববৰ্ত্তা ছিলেন । তিব্বতদেশীয় লামা তাবানাথ তাহাকে নন্দেব সমকালিক এই মাত্র বলিয়াছেন ; কিন্তু তিনি কোন নন্দেব সময়ে বর্তমান ছিলেন, তাহা স্পষ্ট কলিয়৷ বলেন নাই। যদি শেষ নন্দ হন, তবে তিনি তদীয় মতে খৃষ্টজন্মের ৫০০ শত বৎসর পূর্ববৰ্ত্তী। বঙ্গদেশীয় স্ব প্রসিদ্ধ পণ্ডিত বাচস্পতি তাবানাথও এইরূপ স্থির কবিয়াছেন ; কিন্তু আমরা পূৰ্ব্বে দেখাইয়া আসিয়াছি যে, মদেব তুল্যকালজন্ম চাণক্য-পণ্ডিত অপেক্ষ পাণিনি বহুল প্রাচীন এবং যাঙ্ক "পালস্করদিব বহু অর্বাচন । তখন তিনি কোন প্রকারেই শেষনন্দেব সমকালিক হইতে পারেন না । আমাদিগের মতে তিনি দ্বিতীয় কি তৃতীয় নদেব সমকালিক। ইহার পূৰ্ব্ববৰ্ত্তী বলিতে পাবি না ; কেন না, তাহা হইলে তিন ব্যাসের অধস্তন পঞ্চমশিঘ্য এবং বাস্ক প্রভৃতিকে চিনিতে পারিতেন না, সুতরাং তাহাদিগকে স্বকৃত ব্যাকরণস্থত্রে আনিতে পারিতেন না । পাণিনি কো-" দেশীয় লোক ? তাহার বাসভূমি কোথায় ছিল ? এ বিষয়েরও অন্বেষণ করা যাউক । পূৰ্ব্বে বলিয়াছি যে, পাণিনির আর দুইটি নাম আছে, শালাতুরীয় এবং দক্ষেয় । শালাতুরীয় নামটি দেখিয়া ইউরোপীয় পণ্ডিতেরা শালাতুর নামক গ্রাম তাহার জন্মভূমি বা বাসভূমি নির্ণয় করিয়াছেন । শালাতুব গ্রামটি গান্ধার ( কান্দাহার ) প্রদেশের অন্তর্গত, আধুনিক ‘অটক’ নামক স্থানের উত্তর-পশ্চিম দিকে অবস্থিত ছিল। এই স্থানে তিনি জন্মিয়াছিলেন বা এই স্থানে বাস করিতেন, ইহার কোন কথাটিতেই আমবা অনুমোদন করিতে পারি না। কারণ, পাণিনি নিজেই শালাতুবগ্রাম তাহাব বাসভূমি বলিতে নিষেধ করিয়া গিয়াছেন। যথা—চতুর্থ অধ্যায়ে ৯০ স্বত্রে, “অভিজনশ্চ - এই স্বত্র আর তাহাব শালাতুবীয় নfম, এই झुल्ने একত্র হইব। একটি 臀