পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৪২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাণিনি | 8〉○ এবং এই দাক্ষির কনিষ্ঠ ভগ্নীর নাম দাক্ষী । “দক্ষস্তাপত্যং পুমান দাক্ষিঃ, দক্ষস্থাপত্যং স্ত্রী দাক্ষী।” এই নির্বচনলভ্য অর্থের অপ্রামাণ্য আশঙ্কা কম্মিন কালেও নাই। পাণিনি এই দক্ষিীর গর্ভে জন্ম গ্রহণ করেন, ইহাও তদীয় “দাক্ষায়ণ’ নাম দ্বারা লব্ধ হয় এবং "দক্ষিী-পুত্রেণ ধীমতা’ ইত্যাদি স্পষ্ট প্রমাণ-বাক্যও আছে। এতদনুসারে, দীক্ষায়ণ বা ব্যাড়ির পিতামহ বা প্রপিতামহ দক্ষির সহিত দাক্ষেয় বা পাণিনির মাতুল-ভাগিনেয় সম্বন্ধ দাড়াইতেছে। দাক্ষিব জীবদ্দশাতেই ব্যাড়িব পাণ্ডিত্য জন্মিয়াছিল, এৰং ব্যাড়ির জীবৎকালেও তদীয় পিতামহ বা প্রপিতামহ দাক্ষি নিশ্চিত জীবিত ছিলেন, তাহা না থাকিলে ব্যাড়ির দীক্ষায়ণ’ নাম হইতে পারিত না । অতএব ব্যাড়ির নাম দীক্ষায়ণ * । আর পাণিনির নাম দাক্ষেয় ; এই নাম দ্বাবা সপ্রমাণ হইতেছে ፳. ব্যাড়ি ও পাণিনির বয়োগত নুনাধিক্য থাকিলেও র্তাহারা পরস্পরকে দেখিয়াছিলেন, সন্দেহ নাই। পরস্তু ব্যাড়ি অপেক্ষ পাণিনি বয়োবৃদ্ধ হওয়াই অধিক সম্ভব। ইহা নিম্নপ্রদর্শিত চিত্ৰ দেখিলেই প্রতীত হইবে – ( বংশ-পুরুষ) দক্ষ } দাক্ষি Y ( পুত্র ) * ( কস্তা ) O | পাণিনি বা দাক্ষেয় O | ব্যাড়ি বা দাক্ষায়ণ “জীবতি তু বংশুে তদপত্যং যুবা” পাণিনির এই লিপি অনুসারে দক্ষির জীবদ্দশার সন্তান ভিন্ন যে দাক্ষেয় ও দীক্ষায়ণ নাম নিম্পন্ন হয় না, সংস্কৃত

  • ব্যাড়ির মাতার দাক্ষী নামটি গোত্রানুসারে হইযাছিল। তাহার প্রকৃত নাম নন্দিনী। এতদনুসারে ইহঁর নলিনীতনয় একটি নাম। দক্ষিণাত্যবাসী ছিলেন বলিয়া বিন্ধ্যবাসী নামূও ছিল। আচাৰ্য্য হেমচন্দ্ৰ “অৰ্থ বাড়িবিন্ধাবাসী নন্দিনীতনয়শ্চ সঃ।” সামমালীয় अिङ्ग्य कम्नि नििम्नसिक्कन ।