পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৪৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাগ-নির্ণয় । Sest দেশী, দেবগিরী, বরাটী, তোড়ী, ললিত, ছিলোলী-ইহারা বসন্তরীগের ভাৰ্য্যা ।

  • ভৈরবী গুর্জরী রামকির গুণাকরী তথা । বঙ্গালী সৈন্ধবী চৈব ভৈরবন্ত বরাঙ্গনাই ।” ভৈরবী, গুর্জরী, রামকিরী, গুণকিরী, বঙ্গালী, সৈন্ধবী-ইহার ভৈরব রাগের স্ত্রী।

“বিভাষী চাথ ভূপালী কর্ণাটী বড়হংসিকা। মৗলবী পটমঞ্জর্য্যা সহৈতাঃ পঞ্চমাঙ্গনাঃ ॥” বিভাষী, ভূপালী, কর্ণাট, বড়হংসিকা, মালবী, পটমঞ্জরী,-ইহার পঞ্চম রাগের স্ত্রী। “মল্লারী সৌরট চৈব সাবেরী কৌশিকী তথা । গান্ধারী হরশুঙ্গারী মেঘরাগস্ত যোষিতঃ ॥” মল্লারী, সৌরট, সাবেরী, কৌশিকী, গান্ধারী, হরশুঙ্গারী,—ইহার মেঘের ভাৰ্য্যা । “কামোদী চৈব কল্যাণী আভীরী নাটক তথা । সারঙ্গী নটুহম্বীরা নট্রনারায়ণাঙ্গনাঃ ॥” কামোদী, কল্যাণী, আভীর, নাটক, সারঙ্গী, নটহম্বীর,—ইহার নটনারায়ণের স্ত্রী । এই ৩৬ রাগিণী । * অনেক মতে ত্ররাগের প্রথমোল্লেখ দৃষ্ট হয়। ইহা সম্পূর্ণ রাগ। ইহার লক্ষণ এই যে— “শ্রীরাগং স চ বিজ্ঞেয়: স-ত্রয়েণ বিভূষিতঃ। পূর্ণঃ সৰ্ব্বগুণোপেতো মূর্ছনা প্রথম মতা। কেচিত্ত কথয়ন্তোনসৃষভত্রয়সংযুতম্।” স-ব্রয়ে বিভূষিত প্রথম ( ষড়জ) গ্রামীয় মূর্ছনা। কেহ বলেন, ইহা রি-ত্রয়যুক্ত। উদাহরণ—ল রিগ ম প ধ ন স ।

  • ছয় রাগ ছত্রিশ রাগিণী বলিয়া যে প্রসিদ্ধি আছে তাহী এই। মতবিশেষে ইহার

অন্তধাও দৃষ্ট হয়। ফল, প্রথমে ছয় রাগ ও ছত্রিশ রাগি4ই নির্ণীত হইয়াছিল; কিন্তু পরজ্ঞানী সঙ্গীতাচার্ধ্যেরা অনেক বৃদ্ধি করিয়া গিয়াছেন, এক্ষণে অসংখ্য রাগরাগিণী হইয়াছে।