পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৪৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SBS ঐতিহাসিক-রহস্ত –তৃতীয় ভাগ । বসন্ত ভৈরবের ঋষভ ধৈবতগুলি কোমল, গাদ্ধার ও নিষাদ স্বর তীব্র । অংশ ও গ্রহ স্বর ধৈবত, কোন কোন মতে মধ্যমকে জংশ ও গ্ৰহ কল্পিরাও গান করা যাইতে পারে । সঙ্গীত-পারিজাত এইরূপ ভঙ্গীতে সকল কথাই বলিয়াছেন । প্রদর্শনের নিমিত্ত লক্ষণসহ দুইটী রাগ প্রদত্ত হইল । নারদসংহিতায় নিম্নলিখিত রাগরাগিণীর নাম পাওয়া যায়। যথা— “মালবশ্চৈব মল্লারঃ শ্রীরাগশ্চ বসন্তকঃ । হিন্দোলশ্চাথ কর্ণাট এতে রাগাঃ প্রকীৰ্ত্তিতাঃ ॥* - মালব, মল্লার, শ্রীরাগ, বসন্ত, হিন্দোল, কর্ণাট ; এই ছয় রাগ। ইহাদের ভাৰ্য্যা যথা—ধমনী, মালসী, রামকিরী, সিন্ধুড়া, আশাবরী, ভৈরবী ; ( মালব-ভাৰ্য্যা ) । বেলাবলী, পুরুী, কনড়, মাধবী, গোড়া, কেদারিকা ; (মল্লারের স্ত্রী ) । গান্ধারী, স্বভগা, গৌরী, কৌমারী, বল্লরী, বৈরাগী ; ( ঔরাগের ভাৰ্য্যা ) । তুড়, পঞ্চমী, ললিতা, পটমঞ্জরী, গুর্জরী, বিভাষা ; ( বসন্ত রাগের প্রিয়া ) । মালৰী, দীপিকা, দ্বেশকারী, পাহাড়ী, বরাড়ী, মারহাঁটা ; (হিনোলের ভার্ষ্যা)। নাটক, ভূপালী, রামকেলী, গড়, কামোদী, কল্যাণী ; (কর্ণাটের ভাৰ্য্যা ) । হনুমন্মতে রাগরাগিণীর অনেক প্রভেদ দেখা যায় ; যথা—ভৈরব, কৌশিক, হিন্দোল, দ্বীপক, শ্রীরাগ, মেঘরাগ ; এই ছয় পুরুষ রাগ। যথা— ভৈরবঃ কৌশিকশ্চৈব ছিন্দোলে দীপকস্তথা । শ্রীরাগে মেঘরাগশ্চ যড়েতে পুরুষাঙ্কয়া ॥ ইহাদের স্ত্রীগণ । মধ্যমাদী, ভৈরবী, বাঙ্গালী, বরাটিকা, সৈন্ধবী ; (ভৈরবের স্ত্রী)। তোড়ী, খন্থাবতী, গৌরী, গুণক্রী, ককুভা ; ( কৌশিকের ভাৰ্য্যা ) । বেলাৰলী, রামকিরী, দেশ, পটমঞ্জরী, ললিতা ; ( হিন্দোলের ভাৰ্য্য) । কেদার, কানাড়া, দেশী, কামোদী, নাটক ; ( দ্বীপকের ভাৰ্য্যা ) । বাসস্ত্রী, মালৰী, মালতী, ধনালী, আশাবরী , ( বীরাগের স্ত্রী)। মল্লারী, দেশকারী, ভূপালী, গুর্জরী, টঙ্গ, পঞ্চমী : ( মেঘরাগের পত্নী ) । এই সকল মতভেদ থাকায় বুঝা যায় না যে, কোন ছয় রাগ এবং