পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৪৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$88 ঐতিহাসিক-রহস্ত -তৃতীয় ভাগ । ব্যক্তিই নানামত মিশ্রিত করিয়া গান করেন। এখন যেমন যে সে রাগ, যে সে রসে গীত হয় ; পূৰ্ব্বে তাহা হইত না। এক এক প্রকার রাগের এক একটা অনুগত রস আছে। পূৰ্ব্বকালে যে যে রাগ যে যে রসে গীত হইত, এক্ষণেও সেরূপ হওয়া উচিত, সুতরাং তাছা ষলা যাইতেছে । সঙ্গীতনারায়ণে ব্যক্ত আছে যে, নট্ররাগ সাংগ্রামিক ৷ বেধগুগু রাগ বীররসে গেয় । বসন্ত রাগ, বসন্ত সময়ে ; যথা—

  • গেয়ে বসন্তরাগোহয়ং বসন্তসময়ে বুধৈঃ ” ভৈরব রাগ, প্রচণ্ড রসে । বঙ্গাল রাগ, করুণ ও হাস্তরসে গের ; যথা—

“প্রচগুরূপঃ কিল ভৈরবেহেয়ম্, গেয়ঃ করুণহাস্তয়োঃ ।” ইত্যাদি । সোমরাগ, বীররসে এৰং মেঘোদয়-সময়ে গেয় ; যথা— “. . . . -------------------. রলে বীরে প্রযুজ্যতে। মেঘচ্ছায়াগমে গেয়ঃ সোমরাগে মতঃ সতীম্।।” কামোদ, করুণ ও হাস্তরসে গেয় এবং ইহার কাল প্রথম প্রহরাদ্ধ ; যথা— “কামোদঃ করুণে হাস্তে যামাৰ্দ্ধে গীয়তে সদা ।” মেঘের সময়ে এবং বীররসে মেঘরাগ গেয় ; যথা— “বীরে ধাংশগ্রহক্সাসঃ— গেয়ে ঘনাগমে মেঘরাগোহয়ং মন্দ্রহীনকঃ ” গৌড় অনেক প্রকার । তুরুষ্ক গৌড় ও দ্রাবিড় গৌড় প্রভৃত্তি। তন্মধ্যে দ্রাবিড় গৌড় রাত্রে এবং বীর ও শৃঙ্গার রসে গেয় ; যথা— “গেয়ে দ্রাবিড়গৌড়োহয়ং বীরগৃঙ্গারয়োর্নিশি ।” ভুরুঙ্ক গৌড় ওড়ৰ রাগ } গুর্জরী, রাত্রে এবং শৃঙ্গাররসে গেয় ; যথা— ”—গুর্জরী রাত্রে। গেয়া শৃঙ্গারৰর্দ্ধিনী ” তোড়িক বা তোড়ী, মধ্যাহ্ন সময়ে এবং বীর ও শৃঙ্গীররসে গেয়; যথা— ”——তোড়িকা শুদ্ধষাড়ব ।” জাত মধ্যাহসময়ে গেয়া শৃঙ্গারবীরযোঃ।”