পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৪৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$385* ঐতিহাসিক-রহস্ত -তৃতীয় ভাগ । “মধুমাধবী চ দেশাখা ভূপালী ভৈরবী তথা। বেলাবলী চ মল্লারী বল্লারী সামগুর্জরী। ধনাত্রণালবঞ্জীশচ মেঘরাগশ্চ পঞ্চমঃ । দেশকারী ভৈরবশ ললিতা চ বসন্তকঃ । এতে রাগ প্রগীয়ন্তে প্রাতরারভ্য নিত্যশ: ॥” গুর্জরী, কৌশিক, সাবেরী, পটমঞ্জরী, রেব, গুণকিরী, ভৈরবী, রামকিরী, সেীরাট, এইগুলি এক প্রহরের পর গেয় । যথা—

  • গুর্জরী কৌশিকশ্চৈব সাবেরী পটমঞ্জরী। রেবা গুণকিরী চৈব ভৈরবী রামকিৰ্য্যপি । সৌরটী চ তথা গেয়া প্রথমপ্রহরোত্তরম্ ॥” বৈরাটী, তোড়ী, কামোদী, কুড়ায়িকা, গান্ধারী নাগশী, দেশী, শঙ্করাভরণ –এই সকল দুই প্রহরের পর গেয় । যথা—

-বৈরাটী তোড়িকী চৈব কামোদী চ কুড়ায়িক । গান্ধারী নাগশব্দী চ তথা দেশী বিশেষতঃ । শঙ্করীভরণে গেয়ে দ্বিতীয়প্রহরাৎ পরম্ ॥” উীরাগ, মালব, গৌড়ী, ত্রিবণী, মটকল্যাণ, সারঙ্গ, নট, সৰ্ব্বপ্রকার নাট, কেদারী, কর্ণাটী, আভীর, বড়হংসী, পাহাড়ী, এই সকল তিন প্রহরের পর এবং অৰ্দ্ধরাত্র পর্য্যন্ত গেয় । যথা— “ঐরাগে মালবাখ্যশ্চ গৌড়ী ত্রিবণসংজ্ঞিকা । নউকল্যাণসংজ্ঞশ্চ সারঙ্গনটকে তথা । সৰ্ব্বে নাটাশ্চ কেদার কর্ণাট্যাভীরিক তথা । বড়হংসী পাহাড়ী চ তৃতীয়প্রহরাৎ পরমূ॥” যথানির্দিষ্ট কালেই গান করিবেক ; রাজাজ্ঞাস্থলে কালবিচার করিষে না, সকল সময়েই গাইবেক । যথা— “ষথোক্তকাল এবৈতে গেয়া পূৰ্ব্ববিধানতঃ , রাজাজ্ঞয় সঙ্গ গেয়া ন তু কালং বিচারয়েৎ।" ( পঞ্চম সারসংহিতা নামক গ্রন্থ হইতে সঙ্কলিত । )