পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৪৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাগ-নির্ণয় । 88ఫి বিভাষা, ললিতা, কামোদী, পটমঞ্জরী ; রামকেলী, রামকির ( এই দুইটা পরম্পর ভিন্ন, কেহ কেহ ভ্রমবশতঃ রামকিরাকেই রামকেলী বলিয়া থাকেন ) ; ৰড়ারী, গুর্জী, দেশকারী, সুভগা, আভীর, পঞ্চমী, গড়া, ভৈরবী, কৌমারী -- এই পঞ্চদশ রাগিণী পূৰ্ব্বাত্নকালেই গান করিবেক। যথা— “বিভাষ ললিত। চৈব কামোদী পটমঞ্জরী । রামকেলী স্লামকির বড়ারী গুর্জরী তথা । দেশকারী চ সুভগা-ভারী চ পঞ্চমী গড় । ভৈরবী চাপি কৌমারী রাগিণ্যে দশ পঞ্চ চ । এতাঃ পুৰ্ব্বাত্নকালে তু গেয়াস্তদগানকোবিদৈঃ ” _ বরাটী, মালবী, রৌদ্র, রেবতী, ধানসী, বেলাবলী, মারহাটী ;–এই সাতটী স্ত্রীরাগ বা রাগভাৰ্য্যা মধ্যাহ্নকালে গান করিবে । যথা— “বরাটী মালবী রৌদ্র রেবতী চাপি ধানলী । বেলাবলী মারহাট্টী সপ্তৈস্তা রাগযোষিতঃ । গেয মধ্যাহ্নকালে চ যথাভাবঞ্চ ভাষিতম্ ॥” গান্ধারী, দীপিকা, কল্যাণী, প্রবরাবরী, আশাবরী, কান্দুল, গৌরী, কেদারী, পাহাড়ী –এই সকল রাগিণী পণ্ডিতের সায়াহে গান করিয়া খাকেন । বন্ধী--- “গান্ধারী দীপিকা চৈব কল্যাণী প্রবরাবরী । আশাবরী কান্দুল, চ গৌবী কেদার-পাহিড়ী । সায়াহ্নে রাগিণীরেতাঃ প্রগাল্পত্তি মনীষিণ: - মেঘরাগ ও মল্লার কিংবা মেঘমল্লার বর্ষাকালে সকল সময়ে গেয় । রাত্রে দশ দণ্ডের পর অন্ত সকল রাগের গান হইতে পারে। বথা— “মেঘ-মল্লার-রাগস্ত গানং বর্ষাস্থ সৰ্ব্বজ । দশ দণ্ডাৎ পরং রাত্রেী সৰ্ব্বেষাং গানমৗরিতম্ ॥* এ স্থলে দক্ষিণাত্য অর্থাৎ কর্ণটি প্রস্থতি দেশীয় পণ্ডিতের বা গান্ধকের ¢ ፃ