পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৪৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

86*२, ঐতিহাসিক-রহস্য —তৃতীয় ভাগ । লেভি ৰ মোহ ৰশতঃ যদি বিরাগে গান করে, তষে স্বরস, গুর্জরী গাইলেই তজ্জন্ত দোষ নষ্ট হয়। রত্নমালাগ্রন্থে উক্ত আছে—বসন্ত, রামকিরী, স্বরস, গুর্জরী,—এই কয়েকট সকল সময়ে গাইতে পারে, কিছু দোষ হয় না। যথা— “বসন্তো রামকীরী চ গুর্জরী সুরসাপি চ । সৰ্ব্বস্মিন গীয়তে কালে নৈব দোষোহভিজায়তে ॥” নারদের একটী বিশেষ উক্তি আছে। যথা— “দশদণ্ডtৎ পরং রাত্রেী সৰ্ব্বেষাং গানমীরিতম্ ॥” দশ দণ্ড রাত্রির পর সকল গানই করিতে পারে। অবশেষে রাগ সকলের ঋতুবিভাগ বর্ণন করা যাইতেছে।– “ঐরাগে রাগিণীযুক্তঃ শিশিরে গীয়তে বুধৈঃ।” ভাৰ্য্যাসহ ঐরাগ শিশির ঋতুতে গীত হইয় থাকে।

  • বসন্তঃ সসহায়ত্ত্ব বসন্তর্তেী প্রগীয়তে ॥” সসহায় বসন্তরাগ বসন্তকালে গীত হয়।

ভৈরবঃ সসহায়স্থ ঋতেী গ্রীষ্মে প্রগীয়তে । পঞ্চমস্তু তথা গেয়ে রাগিণ্য সহ শারদে ॥” সসহায় ভৈরব গ্রীষ্ম ঋতুতে গীত হয়। ভাৰ্য্যাসহঃপঞ্চমরীগ শরৎকালে গেয়। “মেঘরাগে রাগিণীভিযুক্তে বর্ষাস্থ গীয়তে।” রাগিণীর সহিত মেঘরাগ বর্ষাকালে গীত হইয়া থাকে। “নট্টনারায়ণে রাগো রাগিণ্য সহ হৈমকে ।” রাগিণীসহ নট্রনারায়ণ রাগ হিম ঋতুতে গেয় । “যথেচ্ছয়া বা গাতব্যাঃ সৰ্ব্বৰ্ত্তষু মুখপ্রদাঃ ” মুখপ্রদ রাগ সকল যথেচ্ছ অর্থাৎ ইচ্ছানুসারে সকল ঋতুতে গাইতে পারে। সঙ্গীত বিদ্যা এত বিস্তীর্ণ যে, এমন বহুকাল লিখিলেও সকল ব্যাপার পাঠকগণের গোচর করান যায় কি না সন্দেহ । স্বতরাং স্থল বিষয়গুলি লিখিলাম।