পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৪৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 4 )

  • * * রামদাস বাৰু ষে একজন সুশিক্ষিত সুলেখক বিদ্যোৎসাহী এবং পুরাবৃত্তানুসন্ধায়ী লোক তাহ কাহারে অবিদিত নাই। তাহার প্রবন্ধ সমূহ ইংরেজি গ্রন্থ বিশেষের মুখবন্ধের প্রতিলিপি নহে, অনেক সংস্কৃত গ্রন্থও দেখিতে ও অনুসন্ধান করিতে হইয়াছে। ইহাতে র্তাহার বিলক্ষণ পাণ্ডিত্য ও বহুদর্শন প্রতিভা প্রকাশ পাইতেছে। স্বামদাস বাবু যে সকল বিষয়ের আলোচনা করিয়াছেন, বাজারে নাটক ও উপন্যাস পাঠকদিগের নিকট তাহ নিতান্ত শুষ্ক কাষ্ঠখণ্ডপ্রায় বেtধ হইতে পারে, কিন্তু দেশের প্রকৃত হিতৈষী এবং পুরাবৃত্তামুরাগী ব্যক্তি এতৎপাঠে বিলক্ষণ সুখী হইতে পরিবেন । পুরাবৃত্ত পাঠ দ্বারা লোকের চিত্ত পরিমার্জিত এবং বহুদৰ্শিতা লাভ হইয়া থাকে। ।

( হিন্দু হিতৈষিণী ) ằng#*#aaaaắgăa#=# বহরমপুর নিবাসী প্রসিদ্ধ বিদ্বান জমিদার শ্ৰীযুক্ত বাবু রামদাস সেন যে সকল ঐতিহাসিক প্রস্তাব বঙ্গদর্শনাদি সাময়িক পত্রে প্রকাশ করিয়াছিলেন, তাহ একত্র করিয়৷ ঐতিহাসিক রহস্ত নামে পুস্তক ছাপাইতেছেন । যে সকল প্রস্তাব প্রথম ভাগে আছে, তাহীর মধ্যে “ভারতবর্ষের পুরাবৃত্ত সমালোচন” ও “মহাকবি কালিদাস” পুৰ্ব্বে পুস্তিকাকারে প্রকাশিত হইয়াছিল । * * * রামদাস বাবু উল্লিখিত প্রস্তাবদ্ধয়ে যেরূপ প্রগাঢ় অনুসন্ধানের চিহ্ন প্রকাশ করিয়াছেন, অবশিষ্ট প্রস্তাব গুলিতে সেই সকল চিহ্ন স্পষ্টরূপে পরিলক্ষিত হয় । বিশেষতঃ আমরা “হিন্দুদিগের নাট্যাভিনয়” ও “গৌড়ীয় বৈঞ্চবাচাৰ্য্যদিগের গ্রন্থাবলীর বিবরণ” পাঠে বিশেষ প্রীতি লাভ করিলাম। বেদ প্রচার নামক প্রস্তাৰ অতি উত্তম হইয়াছে। * * অবশেষে বক্তব্য এই যে, প্রাচ্যতত্ত্বানুসন্ধায়ীদিগের যে মহাসভা সম্প্রতি ইংলগুে হইয়াছিল, তাহাতে ভট্ট মোক্ষমূলর রামদাস বাবুর এই গ্রন্থকে বিশেষ প্রশংসা করিয়াছেন ও ইংরাজিতে অম্বুবাদের উপযুক্ত বলিয়। অভিপ্রায় প্রকাশ করিয়াছেন । ( তত্ত্ববোধিনী পত্রিক )