পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৪৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 5 ) বহরমপুরের বাবু রামদাস সেন প্রকৃত বড় লোক এবং পণ্ডিতমণ্ডলীর মধ্যে র্তাহার সমাদর হওয়া অতি কৰ্ত্তব্য । * * তাহার ঐতিহাসিক রহস্ত একখানি উৎকৃষ্ট গ্রন্থ। * * তিনি পরিশ্রম করেন এবং পৃথিবীতে কিছু মুক্তন দেন, তাহার এরূপ যত্ন আছে। তিনি র্তাহার ঐতিহাসিক রহস্ততে ইহার প্রচুর পরিচয় দিয়াছেন । তিনি এই পুস্তক দ্বারা দেখাইয়াছেন যে, বাঙ্গালী মস্তিষ্ক গবেষণা করিতে ক্ষমবান । s (অমৃতবাজার পত্রিক )

  • * * প্রসিদ্ধ কবিগণের জীবনবৃত্তান্ত উদ্ধার করণার্থ রামদাস বাৰু কিরূপ পরিশ্রম করিয়াছেন, বোধ হয় তাহার পরিচয় সকলেই পাইয়াছেন । এরূপ গ্রন্থ বঙ্গ ভাষায় কেন, অনেক ভাষাতেই নাই । ভরসা করি, সাধারণে ইহার গৌরব উপলব্ধি করিবেন।

(সাধারণী ) রামদাস বাবু বররুচি, শ্ৰীহৰ্ষ, হেমচন্দ্র, হিন্দু নাটক, বেদ প্রচার, বৈষ্ণব গ্রন্থ, শ্ৰীমদ্ভাগবত ও হিন্দু সঙ্গীত বিবরণে যথেষ্ট পাণ্ডিত্য ও স্মরণশক্তির পরিচয় প্রদান করিয়াছেন । (সমাজ-দৰ্পণ )

  • * * ইহার প্রত্যেক অংশ পাঠে রামদাস বাবুর পরিশ্রম, অনুসন্ধান এবং অধ্যবসায় চিন্তা করিয়া বিন্মিত হইয়াছি।

(মুর্শিদাবাদ পত্রিক )

  • * • বহরমপুরস্থ প্রসিদ্ধ নাম শ্ৰীযুক্ত বাবু রামদাসু সেন মহাশয় ইহার প্রণেতা । * ¥ • ইনি প্রগাঢ় পরিশ্রম সহকারে স্বদেশের প্রাচীন শাস্ত্র সমূহের আলোচনা, সংস্কৃত ইংরাজি প্রভৃতি ভাষার ইতিহাস ও নানা কুট গ্রন্থ সকলের