পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

toy ঐতিহাসিক রহস্ত-প্রথম ভাগ । ੇ ও বররুচি। ভট্ট মোক্ষমূলর এই দুই বররুচিকে এক ব্যক্তি বিবেচনা করিয়াছেন। তাহার “ইষ্টিণ্ডিয়া হাউসের” পুস্তকালয়স্থিত মাত্মানন্দকৃত ঋগ্বেদভাষ্যে, “সৰ্ব্বাছুক্রমণী” মধ্যে “অত্র শৌনকাদিমতসংগ্রহীতুবররুচেরমুক্তমণিকা” এই পংক্তি পাঠে ভ্রম হইয়াছে। “সৰ্ব্বাক্ষত্রমণী* কাত্যায়নবররুচিকৃত, তৎকৃত মাধ্যদিন প্রাতিশাখ্যও প্রসিদ্ধ। ইনি পাণিনির বাৰ্ত্তিককর্তী এবং বৈদিক কল্পসূত্র-প্রণেতা। "কথাসরিৎসাগরেলিখিত আছে, পুষ্পদন্ত নামক মহাদেবের অনুচর শাপভ্রষ্ট হুইয়া মর্ত্যলোকে কাত্যায়ন ঝ বররুচিপ্প নামে কৌশাম্বী নগরীতে ব্ৰাহ্মণকুলে জন্ম গ্রহণ করেন। তাছার জন্মের পরেই আকাশবাণী হয় “এই বালক শ্রুতধর হইবে এবং বর্ষ হইতে ইহার সমস্ত বিদ্যালাভ হইবে ; বিশেষতঃ ব্যাকরণ শাস্ত্রে ইহার অত্যন্ত বুৎপত্তি জন্মিৰে এবং সমুদায় বর অর্থাৎ শ্রেষ্ঠ বিষয়ে রুচি জন্ত ইহার নাম বররুচি হইবে।” + যথা মূল সংস্কৃত গ্রন্থে — এক: শ্রুতধরে জাতে বিদ্যাং বর্ষাদবাপস্ততি । ফিঞ্চ ব্যাকরণং লোকে প্রতিষ্ঠাং প্রাপয়িষ্যতি ॥ মায়। বররুচিলোকে তত্তাস্মৈ হি রোচতে । যদষদবরং ভবেৎ কিঞ্চিদিত্যুক্ত বাগুপারমৎ । ইনি অতি শৈশবাবস্থায় নাট্যাভিনয় দর্শন করিয়া সেই নাটক খানি কণ্ঠস্থ করিয়ার্তাহার মাতার সমীপে অবিকল বলিয়াছিলেন, এবং তখন তিনি তাদৃশ শ্রীতধর হইয়া উঠিয়াছিলেন যে, ব্যাড়ির নিকট একবার প্রাতিশাখ্য শ্রবণ করতঃ গ্রন্থ না দেখিয়াই তাহ সমুদায় আবৃত্তি করিয়াছিলেন। তার পর তিনি বর্ষের নিকট অধ্যয়ন করিয়া পাণিনিকে ব্যাকরণ শাস্ত্রে পরাভব করিয়াছিলেন, কিন্তু মহাদেবের কৃপায় পাণিনি অবশেষে জয় লাভ করিয়াছিলেন। কাষ্ঠ্যায়ন, পাণিনিব্যাকরণ অধ্যয়নানন্তর তাহার বাৰ্ত্তিক প্রস্তুত করেন। এই “কথাসরিৎসাগরের মতানুসারে তিনি নন্দের মন্ত্রীর কার্য্যও করিয়াছিলেন। সুতরাং তিনি তিন শত খ্ৰীষ্টাব্দের পূৰ্ব্বে বর্তমান ছিলেন। কুহ কেহ “বৃহৎ কথার” রামায়ণ SuB B BBBBB BBBB BBDDD S DD BBB BD BBBB BB BBS “হেমচন্দ্র কোৰে” কাত্যায়ন এবং বররুচি এক ব্যক্তির নাম স্থির হইয়াছে। + "বৃহৎ কথার” বাঙ্গালা অনুবাদ, পৃঃ ১২, প্রথম ভাগ।