পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজ্ঞাপন | "ঐতিহাসিক-রহস্ত,” প্রথম ভাগ, মুদ্রিত ও প্রকাশিত হইল । ইহার মধ্যে ভাগবত-সম্বন্ধীয় সমালোচন রহস্ত-সন্দর্ভে ও অপর প্রস্তাবগুলি সমুদয় “বঙ্গদর্শনে” প্রকাশিত হইয়াছিল । আমার পরম সুহৃদ বঙ্গদর্শনের সুযোগ্য সম্পাদক শ্ৰীযুক্ত বাবু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহোদয়ের অনুরোধক্রমে আমি এই প্রস্তাবগুলি বহু পরিশ্রম ও বহুবায়াস স্বীকার করত নানাবিধ প্রাচীন সংস্কৃত ও ইংরাজী গ্রন্থ হইতে সঙ্কলন করিয়া বঙ্গদর্শনে প্রকাশ করি, পুনৰ্ব্বার র্তাহার এবং কতিপয় বান্ধবের বিশেষ উদ্যোগে প্রস্তাব-নিচয় সংশোধনানন্তুর স্বতন্ত্র পুস্তকাকারে প্রকাশ করিলাম । “ভারতবর্ষের পুরাবৃত্ত-সমালোচন” এবং মহাকবি কালিদাস” ইতিপূৰ্ব্বে ক্ষুদ্র পুস্তকাকারে বিনামূল্যে বিতরণের জন্ত মুদ্রিত হইয়াছিল, তাহাও এই গ্রন্থ মধ্যে এবারে সংশোধনানস্তর প্রকাশ করা গেল । ইহার পরিশিষ্টে আমার কোন কোন প্রবন্ধের প্রতিবাদ করিয়া র্যাহার। . লেখনী ধারণ করিয়াছিলেন তাহাদিগকে যে প্রত্যুত্তর প্রদান করিয়াছি তাহাই পুনমুদ্রিত হইল। এক্ষণে প্রাচীন-পুরাবৃত্ত-প্রিয় পাঠক মহোদয়গণ এই ক্ষুদ্র গ্রন্থখানি এক একবার আদ্যোপান্ত পাঠ করিলে পরিশ্রম সফল বোধ করিব । পরিশেষে কৃতজ্ঞতা সহকারে স্বীকার করিতেছি যে, আমার অধ্যাপক মহাভারত-অনুবাদক ও “অকালকুসুম”-গ্রন্থকার পণ্ডিত কালীবর বেদাস্তবাগীশ মহাশয় গৌড়ীয় বৈষ্ণবাচাৰ্য্যবৃন্দের গ্রন্থাবলীর বিবরণ লিখিবার সময় আমার বিশেষ সাহায্য করিয়াছেন ; তাহার প্রযত্নেই এই প্রবন্ধটা সঙ্কলিত হইয়াছে । বহরমপুর l শ্রীরামদাস সেন । ১লা বৈশাখ, ১২৮১ সাল । }