পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 ঐতিহাসিক রহস্ত –প্রথম ভাগ । অর্থাৎ “কবিরাজরাজিয় মুকুটীলঙ্কারহীয়বস্বরূপ প্রবার এবং, স্নানয়মেৰী যে জিতেজিয় ক্রহর্ষকে তনয় লাভ করিয়াছিলেন, সেই ঐশ্বর্ষের চিন্তামণিDDBBSBBBBB BB DDBBBDDDD BBBBB DDDDD DDDD কাব্যের প্রথম সর্গ গত অর্থাৎ সমাপ্ত হইল।” * পুনৰ্ব্বার গ্রন্থের শেষে, কান্তকুজাধিপতির সমীপ হইতে শ্ৰীহৰ্ষ তীখুলম্বর প্রাপ্ত হইয়াছিলেন লিখিয়াছেন, যথা—“তামূলদ্বয়মাসনঞ্চ লভতে ধঃ কান্তকুজেখরা।” পূর্ব ও উত্তরভাগ নৈষধ” এবং "খণ্ডন ও খাদ্য” মধ্যে আমরা এই মাত্র কবিবৃত্তান্ত প্রাপ্ত হইলাম। "বিশ্বগুণাদর্শ” গ্রন্থকর্তা বেদান্তাচাৰ্য্য এবং বল্লালমিশ্র উভয়েই শ্ৰীহৰ্ষকে ভোজদেবের পারিষদ স্থির করিয়াছেন ; কিন্তু উহা সম্পূর্ণ অপ্রামাণিক ৰোধ হইতেছে ; এবং শ্ৰীহৰ্ষ স্বয়ং যে পরিচয় দিয়াছেন, তাহার সহিত উহার ঐক্য হইতেছে না । স্বৰিখ্যাত জৈন লেখক রাজশেখর ১৩৪৮ খ্ৰীষ্টাব্দে "প্রবন্ধকোষ” রচনী করেন। এই গ্রন্থে তিনি লিখিয়াছেন, খ্ৰীহীরপুত্র শ্ৰীহৰ্ষদেব বারাণসীতে জন্মগ্রহণ করিয়া তথাকার নৃপতি গোবিন্চত্রের তনয় মহারাজ জয়ন্তচঞ্জের দাঙ্গায় নৈষধচরিত কাব্য রচনা করিয়াছিলেন। রাজশেখর জয়ন্তচন্দ্র সম্বন্ধে মনেক বিবরণ লিপিবদ্ধ করিয়াছেন। জয়ন্তচত্র পঙ্গুল নামে বিখ্যাত এবং মনিহীল ধারা পত্তনের অধীশ্বর কুমারপালের সমকালবৰ্ত্তী ছিলেন। মুসলমান নৃপতিগণ ইহার বংশ এক কালে ধ্বংস করিয়াছিলেন। সংস্কৃতবিস্তাবিশারদ ডাক্তার বুলার সাহেব কহেন, এই জয়ন্তচন্দ্ৰ কাষ্ট্রকুট ক্ষত্রিয় নৃপতি এবং ইনিই জয়চন্দ্র লামে খ্যাত। জয়চন্দ্র ১১৬৮ এবং ১১৯৪ খ্ৰীষ্টাব্দের মধ্যে কান্তকুজ ও বারাণসীর অধীশ্বর ছিলেন। রাজশেখরের বিবরণ প্রামাণিক বোধ হইতেছে, কেন না তাহার সহিত প্রহর্ষের নিজ পরিচয়ের ঐক্য আছে। শ্ৰীহৰ্ষ একজন অসাধারণ কবি। তাছার “নৈষধচরিত” দ্বাবিংশ সর্ণে সম্পূর্ণ, বৃহৎ গ্রন্থ। তাহার স্থানে স্থানে কৰি বিলক্ষণ পাণ্ডিত্য প্রকাশ করিাছেন। বাদশ সর্গে সরস্বতী কর্তৃক পঞ্চনল বর্ণন কাৰ্যালঙ্কারের অশেষ ।

  • জগচ্চত্র মজুমদার কর্তৃক স্বাক্ষ্মবাদিত নৈবনচরিত । ৪৭ পৃষ্ঠ ।