পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হেমচন্দ্র । ee . সকল হেমচন্ত্রের বিষয়ে অপ্রাসঙ্গিক বোধে গ্রহণে বিরত হইলাম । কুমারপালের ত্রিংশৎ বর্ষ রাজ্যকালে হেমাচাৰ্য্য আপনাকে অত্যন্ত প্রাচীন বোধ করিয়া নিৰ্ব্বাণ কামনায় আহারাদি এক কালে পরিত্যাগ করিলেন । এবং কিয়দিবসের মধ্যেই ৮৪ বর্ষ বয়ঃক্রমে র্তাহার মৃত্যু হইল। হেমচন্দ্র সম্বন্ধে অলৌকিক নানাবিধ গল্প প্রচলিত অাছে, কিন্তু তৎসমুদায় অকিঞ্চিৎকর বিবেচনায় গ্রহণ করিলাম না। “রসমালার” মতানুসারে তিনি ১১৭৪ খ্ৰীষ্টাব্দে মানবলীলা সংবরণ করেন। প্রসিদ্ধ জৈন বৈয়াকরণ পূজ্যপাদ এবং জৈন জ্যোতিষশাস্ত্রবেত্ত অমিত ধতির পরে হেমচন্দ্র বর্তমান ছিলেন। এবং ইহাও স্থির হইয়াছে যে, তাহার সময়ে “জৈন কল্পস্বত্র" রচিত হয়। হেমচন্দ্র শ্বেতাম্বর জৈন । তিনিই এই সম্প্রদায়ের প্রসিদ্ধ আচার্য্য এবং ইহারই দ্বারা জৈন ধৰ্ম্মের বিলক্ষণ উন্নতি হইয়াছিল। “সময়তু” গ্রন্থে লিখিত আছে, তিনি পাটলিপুত্রনিবাসী এবং তথা হইতে গুজরাটে গমন । করেন । এই গ্রন্থে র্তাহার জীবনচরিত সংক্রাস্ত অন্ত কোন বিশেষ বিবরণ প্রাপ্ত হওয়া যায় না । হেমচন্দ্র অভিধানচিন্তামণি,- “প্রাকৃত ব্যাকরণ" এবং ত্ৰিষষ্ঠ শলক৮ পুরুষ চরিত’ * রচনা করেন। “অভিধানচিন্তামণি” অতি প্রসিদ্ধ জৈনকোষ “শব্দকল্পদ্রুমে ইহার অনেক প্রমাণ উদ্ধত হইয়াছে। কেহ কেহ অনুমান করেন, অভিধানচিন্তামণির নানার্থ ভাগ “বিশ্বকোষ” হইতে সঙ্কলিত, কিন্তু আমরা ঐ কথায় অনুমোদন করি না ; কেন না, কোলাচল মল্লিনাথ স্বরি এই নানার্থ ভাগের অনেক প্রমাণ র্তাহার টীকায় উদ্ধৃত করিয়াছেন, স্বতরাং "বিশ্বকোষ” তাহার পরে রচিত হয়, এ বিষয় বিশেষরূপে অনুশীলন করিলেই স্পষ্ট প্রতীয়মান হইবে । -অভিধানচিন্তামণি সংস্কৃত জৈন অভিধান। ইহাতে জৈন ধৰ্ম্মের সমুদায় শব সঙ্কলিত হইয়াছে । 盛

  • এই জৈন মহাকাব্য একখানি মাত্র বিলাতের “রএল এসিয়াটিক সোসাইটার” পুস্তকালয়ে " জাছে ।

+ ইহা “হৈম-নামমালা” নামেও বিখ্যাত শ্ৰীমঃ