পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রকাশকগণের বিজ্ঞাপন । স্বৰ্গীয় পিতৃদেবের প্রণীত গ্রন্থগুলি একত্র করিয়া তিন খণ্ডে “রামদাসগ্রন্থাবলী” নামে প্রকাশিত হইল । ঐতিহাসিক রহস্ত ১ম, ২য় ও ৩য় ভাগ একত্রে গ্রন্থাবলীর প্রথম ভাগ হইয়াছে । দ্বিতীয়ভাগে রত্নরহস্ত ও ভারতরহস্ত ১ম ভাগ থাকিৰে । বুদ্ধদেব, চতুর্দশপদী কবিতা-মাল, কবিতালহরী, তত্বসঙ্গীত-লহরী, অসম্পূর্ণ সংস্কার-রহস্ত, Lectures on modern Buddhistic researches এবং অন্তান্ত প্রবন্ধাদি লইয়া গ্রন্থাবলীর তৃতীয় ভাগ হইবে। ঐতিহাসিক রহস্ত, চতুর্দশপদী কবিতামালা ও কবিতা-লহরীর পূৰ্ব্বে আর দুই সংস্করণ হইয়াছিল । অন্তান্ত পুস্তক পূৰ্ব্বে একবার মাত্র মুদ্রিত হইয়াছে। Lectures on modern Buddhistic researches Coon fool offবার জন্ত পূৰ্ব্বে মুদ্রিত হইয়াছিল। ভারতরহস্ত ২য় ভাগ প্রকাশিত হয় নাই। মাসিক পত্র হইতে উদ্ধৃত করিয়া অসম্পূর্ণ অবস্থায় সংস্কার-রহস্ত এইবার প্রথম মুদ্রিত হইবে । কুসুমমালা বহুদিন পূৰ্ব্বে একবার মাত্র প্রকাশিত হইয়া বন্ধুবর্গের মধ্যে বিতরিত হইয়াছিল, আমাদের পুস্তকালয় হইতে উহ। হারাইয়া যাওয়ায় আর ছাপাইতে পারিলাম না । পুর্ব পূৰ্ব্ব সংস্করণের সংস্কৃত লেখাগুলি দেবনাগর অক্ষরে ছিল । সাধারণের সুবিধার জন্য এবার গ্রন্থাবলীতে তাহ বাঙ্গাল অক্ষরে ছাপান হইয়াছে। এতদ্ভিন্ন যেরূপ যে পুস্তক ছিল, তাহাই ঠিক থাকিল। পিতৃদেবের প্রস্তুরমূর্তি বহরমপুরে স্থাপিত হওয়ার সময় মুর্শিদাবাদ হিতৈষীতে র্তাহার ষে সংক্ষিপ্ত জীবনী বাহির হইয়াছিল, তাহাই কিঞ্চিৎ পরিবৰ্দ্ধিত করিয়া গ্রন্থাবলীর প্রথমে সন্নিবিষ্ট হইল । তৃতীয় ভাগের ভূমিকায় পণ্ডিত কালীবর বেদান্তবাগীশ মহাশয় সমুদায় গ্রন্থাবলীর উপর একটি বিস্তৃত সমালোচনী লিখিবেন । পণ্ডিত শু্যামাচরণ কবিরত্ন মহাশয় গ্রন্থাবলীর প্রফ সংশোধনের ভার লইয়া বাধিত করিয়াছেন ইতি । বহরমপুর, শ্ৰীমণিমোহন সেন, সন ১৩০৯ সাল ৷ ঐহিরন্ময় সেন, শ্ৰীবোধিসত্ত্ব সেন ।