পাতা:রামদাস গ্রন্থাবলী প্রথম ভাগ.djvu/৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বেদ-প্রচার । বেদের অপর নাম “জয়ী” । ত্রী বলিলে ঋক্, যজু, সাম, এই তিন বেদ বুঝা যায় ; অথৰ্ব্ববেদকে বেদপরিশিষ্ট বলিলেও বলা যায়। পরবর্তী কালে ঋগ্বেদে যজুৰ্ব্বেদঃ সামবেদোহথৰ্ব্ববেদ” এই চারি বেদ মান্ত এবং ভারতবর্ষের সৰ্ব্বস্থানে প্রচলিত হইয়াছিল। পূৰ্ব্বে বেদ-জ্ঞান-বিহীন ব্যক্তিগণ মনে করিতেন, অথৰ্ব্ববেদ কোরানের এক অংশ মাত্র, এজন্ত আৰ্য্যগণের মান্ত নহে। বিষ্ণুপুরাণে ঐ চরি বেদেয় কথা লিখিত আছে । গায়ত্রঞ্চ ঋচশ্চৈব বৃহৎ স্তোমং বধস্তবম্ । অগ্নিষ্ট্যেমঞ্চ যজ্ঞানাং নিৰ্ম্মমে প্রথমায়ুখাৎ । যজুৰি ত্রৈষ্টভং ছন্দঃ স্তোমং পঞ্চদশ তথা । বৃহৎ সাম তথোক্ৰথঞ্চ দক্ষিণাদস্বজন্মুখাৎ । সামানি জগতীচ্ছন্দঃ স্তোমং সপ্তদশং তথ। । বৈরূপ-মতিরাত্রঞ্চ পশ্চিমাদস্থজম্মুখাৎ । * একবিংশ-মথৰ্ব্বাণ-মাপ্তোর্ষামানমেবচ । আনুষ্টভং সবৈবাজম উত্তরাদস্থজম্মুখাৎ । অনস্তর ব্রহ্মা প্রথম মুখ হইতে গায়ত্রী ছন্দঃ, ঋগ্বেদ, বৃহৎ স্তোম অর্থাৎ স্তোত্রসাধন ঋক্ সমুদায়, রথন্তর নামক সাম ( গানবিশেষ ) ও অগ্নিষ্ট্রোম এই সমুদায় উৎপাদন করিলেন। পরে তাহার দক্ষিণ মুখ হইতে যজুৰ্ব্বেদ, ত্রিঃথ ছন্দ, পঞ্চদশ স্তোম নামক সামবেদের গান, বৃহৎ সাম ও উকৃথ অর্থাৎ সোমসংস্থ যাগ এই সমুদায় উদ্ভূত হইল। সামবেদ, জগর্তী চ্ছন্দঃ, সপ্তদশ স্তোম নামক সামবেদের গান, বৈরূপ নামক সাম গান, অতিরাত্র যাগ, ব্ৰহ্মার পশ্চিম মুখ হইতে উক্তসমুদায়ের উৎপত্তি হয়। একবিংশ স্তোম, অথৰ্ব্ববেদ, আপ্তোর্যাম নামক যাগ, অনুষ্টপ, ছন্দঃ, ও বৈয়াজ সাম, ইঙ্গর ব্ৰহ্মার উত্তর মুখ হইতে উৎপন্ন হইল। * , প্রজাপতির চতুমুখ হইতে চারি বেদের উৎপত্তি পৌরাণিক মত। এ

  • পুরাণপ্রকাশ। বিষ্ণুপুরাণ প্রথম অংশ ৫ অধ্যায়। কাব্যপ্রকাশ যন্ত্রে মুদ্রিত।

? •