পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐতরেয় ব্রাহ্মণ বঙ্গানুবাদ [ ১৯১২ সনের ফেব্রুয়ারী মাসে প্রকাশিত । উৎসর্গ ভারতীয় শাস্ত্রে পরমশ্রদ্ধাবান্‌ স্বধৰ্ম্মানুরক্ত দীঘাপতিয়া-রাজকুলভূষণ পরমক্ষেমাম্পদ শ্রীমৎ কুমার বসন্তকুমার রায় এমৃ এ মহোদক্ষের করকমলে ভারতশাস্ত্ৰ-পিটকের অন্তভূক্ত এই প্রথম গ্রন্থ সাদরে অর্পণ করিলাম । নিবেদন দীঘাপতিয়া-রাজবংশের উজ্জল প্রদীপ শ্রমান কুমার শরৎকুমার রায় যখন আমার নিকট পদার্থবিদ্যা পড়িয়া এম এ পরীক্ষার জন্য প্রস্তুত হইতে ছিলেন, আমি তখন মাঝে মাঝে পদার্থবিদ্যার সীমা ছাড়াইয়া অন্যান্য কথা পড়িতাম। আমাদের দেশের পুরাতন কথা যে আমরা জানি না বা জানিবার যত্বও করি না এবং ইহার অপেক্ষ লজ্জার বিষয় আমাদের পক্ষে আর কিছুই হইতে পারে না, এই বিষয় লইয়া আমাদের মধের প্রায়ই আলোচনা হইত। এমন কি, আমাদের জাতীয় জীবনের যে কিছু বিশিষ্টতা, তাহার মূল ভিত্তিরও আমরা সন্ধান রাখি না, এই জন্য বসিয়া বসিয়া আক্ষেপ করিতাম ও আমাদের শিক্ষাকে ধিক্কার দিতাম। ভারতবর্ষের প্রাচীনতম শাস্ত্রগ্রন্থসমূহের বাঙ্গালা অম্বুবাদ প্রকাশ করিয়া এই সন্ধানকার্ঘ্যে সাহায্য করা উচিত, এই কল্পনাও সেই সময়ে অঙ্কুরিত হইয়াছিল। তাহার ফলে ক্রমান শরৎকুমার ব্রাহ্মণগ্রন্থগুলির অনুবাদ প্রচারের ভারগ্রহণে উৎসুক হন। সৰ্ব্ববিধ সংকৰ্ম্মে حسـ(ه) ttة