পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঐতরেয় ব্রাহ্মণ প্রথম পঞ্চিক প্রথম অধ্যায় প্রথম খণ্ড–দীক্ষণীয়েষ্টি-বিধান ঋগ্বেদ স্তর্গত ঐতরেয় ব্রাহ্মণ চল্লিশ অধ্যায়ে সম্পূর্ণ। সকল সোমযজ্ঞের প্রকৃতিস্বরূপ জ্যোডিষ্টোম যজ্ঞের বিবরণ লইয়। ইহার আরম্ভ। গোষ্টেম, আয়ুষ্টোম প্রভৃতি বিবিধ সেমিযাগের মধ্যে জ্যোতিষ্টোমের স্থান প্রথমে । জ্যোতিষ্ট্রোম যজ্ঞের সাতটি সংস্থাৎ ; তন্মধ্যে অগ্নিষ্টোম, উকৃথ্য, ষোড়শী ও অতিরাত্র, এই চারিটি সংস্থা পর পর বণিত হইবে। এই চারিটির মধ্যে অগ্নিষ্টোম প্রকৃতি, অর্থাৎ সকল অনুষ্ঠানই অগ্নিষ্ট্রোমে উপদিষ্ট হইয়াছে। উকৃথ্য, ষোড়শী ও অতিরাত্র বিকৃতি,8 অর্থাৎ:অগ্নিষ্ট্রোমসাধারণ অনুষ্ঠান ব্যতীত কয়েকটি বিশেষ অনুষ্ঠান ইহাতে উপদিষ্ট হইয়াছে। এইজন্য অগ্নিষ্ট্রোম যজ্ঞই প্রথমে বর্ণিত হইল। অগ্নিষ্টেtমের আরম্ভে ঋত্বিক বরণ প্রথম অমৃষ্ঠেয় ; কিন্তু ঋত্বিকৃ° বয়ণ হৌত্র ( হোতার সম্পাছ ) অনুষ্ঠান নহে, তজ্জন্য উহা ঋ:থদপ্রতিপাদ্য না হওয়ায় প্রথমে দীক্ষণীয়েষ্টি অনুষ্ঠানের বিষয় লইয়া আরম্ভ হইয়াছে। DB BBB BBBBBS BBSBBS BB BB BBBBSBBBBS BB BBBBB BBBB BBBYB BBBBB BBBBB BBB BBBB BDDS BBBD DBBBB ন। জানিলে যাজ্য ও অনুবাক্যl49 পাঠ কখন করিতে হইবে, জানিবার উপায় হয় না ; তজন্ত ইষ্টিবিধান ঋগ্বেদীয় হৌত্র অনুষ্ঠান না হইলেও এই ঋগ্বেদীয় ব্রাহ্মণের প্রথমে অগ্নিষ্ট্রোম যজ্ঞের বর্ণনার উপক্রমে ইষ্টিবিধান করা যাইতেছে। 除 ইষ্ট কৰ্ম্মের দেবতা অগ্নি ও বিষ্ণুর প্রশংসা হইতেছে, যথা—“অগ্নির্বৈ...অন্য দেবতাঃ” ঐ যে অগ্নি, তিনি দেবগণের অবম ( প্রথম ), [ অfর ] বিষ্ণু [ দেবগণের ] পরম ( মন্তিম ) ; অন্য দেবগণ ইহাদের মধ্যে অবস্থিত। শ্রুতিতে অগ্নিকে দেবতাগণের মুখস্বরূপ ও প্রথম এবং বিষ্ণুকে উত্তম ১১ অর্থাৎ অন্তিম বলা হইয়াছে। “অন্য দেবগণ” অর্থে অগ্নিষ্টোমের অঙ্গীভূত শস্ত্র-প্রতিপাদ্য ইন্দ্র বায়ু প্রভৃতি প্রধান দেবত কয়েক জনকে বুঝাইতেছে। অগ্নি ও বিষ্ণু তাহাজের আদিতে ও অস্তে রক্ষকবৎ বৰ্ত্তমান। এজন্য প্রথমে উহাদেরই ইষ্টবিধান হইতেছে, ৰথ৷-“অগ্নিাবৈষ্ণবং ••একাদশকপালম'