পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম পঞ্চিক • ১ম অধ্যায় ঐতরেয় ব্রাহ্মণ CŞ শুদ্ধির প্রয়োজন প্রদর্শন, যথা—শুদ্ধং.দীক্ষয়ন্তি ।” ইনি [ অভিষেকাদি সংস্কার দ্বারা ] শুদ্ধ হইলেও তদ্বারা (কুশ দ্বারা পুনরায় ) পবিত্র করিয়া দীক্ষিত করা হয়। তংপরে দীক্ষিতকে প্রাচীনবশি গৃহেই প্রবেশের বিধান, যথা—“দীক্ষিতবিমিতং প্রেপ{{য়ন্তি ।” দীক্ষিতের জন্য নিৰ্ম্মিত { প্রাচীনবংশ গৃহে তাহাকে ] প্রবেশ করাইবে। সেই গৃহের যোনিস্বরূপত্ব-প্রদর্শন, যথা—“যোনির্ব —স্বাস্তপ্রপাদয়স্তি” এই ষে দীক্ষিতের জন্য নিৰ্ম্মিত, ইহ| দীক্ষিতের [ পক্ষে ] ধোনিস্বরূপই ; তজ্জন্য ইহাকে ( ভ্ৰণস্বরূপ যজমানকে ) আপনার ষোনিতেই (গর্ভবাসস্থানে ) প্রবেশ করান হয় । দীক্ষিত পক্ষে তৎপরে নিয়ম, যথা—“তন্মাদ...চরতি চ” [ ৰজমান ] সেই ধ্রুব (স্থির ) যোনিমধ্যে উপবেশন করিবে ও বিচরণ করিবে । তাহার কারণ-প্রদর্শন যথা—‘তস্মাদ ...জায়স্তে’ কেন না ] সেইরূপ ধ্রুপ যোনিমধ্যে গর্ভ অবস্থান করে ও [ তাহা হইতে ] জাত হয় । সেই স্থান হইতে বহির্গমন-নিষেধ, যথা–তম্মাদ ...অভ্যfশ্রাবয়েষ্ণু!” সেই জন্ত দীক্ষিতবিমিত নামক [ স্থান ] ভিন্ন অন্য স্থানে দীক্ষিতকে দর্শন করিয়া আদিত্য ( স্থৰ্য্য ) যেন উদিত না হয়েন বা অস্তগত না, হয়েন, অথবা [ ঋত্বিকেরা যেন দীক্ষিতকে লক্ষ্য করিয়] ] অগ্রিাবণ ও না করেন। দীক্ষিত সৰ্ব্বণ প্রাচীনবংশশালাতেই অবস্থান করিবে ; যদি নিতান্তই বাধ্য হইয়৷ বাহিরে যাইতে হয়, সূর্য্যোদয় বা সূৰ্য্যাস্তগমন-কালে বা অtশ্রাবণার সময়ে যেন বাহিরে না থাকেন। তৎপরে অন্য সংস্কার –“বাসস. প্রোর্ণ বস্তি” বস্থের দ্বার। আচ্ছাদন করিবে ; [ কেন না ] এই যে বস্ত্র, উহা দীক্ষিতের পক্ষে উন্বস্বরূপ ; তজ্জন্ত ইহাতে র্তাহাকে উল্ব দ্বারাই আচ্ছাদন করা হয়।” দীক্ষিত ভ্ৰণস্বরূপ ; উল্ব অর্থে ভ্ৰণবেষ্টক চৰ্ম্ম ; এই বস্ত্র ভ্রণের উল্বস্বরূপ হয়। পরে অন্য সংস্কার, যথা—“কৃষ্ণাজিনং••••••ভবতি” কৃষ্ণাজিন উত্তর ( বহির্বেষ্টন ) হইবে। অর্থাৎ কৃষ্ণাজিন দ্বার। আবার বেষ্টন করিবে। এই বেষ্টন ভ্ৰণৰূপী দীক্ষিতের পক্ষে জরায়ু স্বরূপ হইবে। যথা—“উত্তরং•••প্রোণু বস্তি ।” ’ ● উল্বের উপরে (বাহিরে ) জরায়ু থাকে ; ইহাতে র্তাহাকে জরায়ু দ্বারা আচ্ছাদন করা হয় ।