পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম পঞ্চিক • ১ম অধ্যায় ] ঐতরেয় ব্রাহ্মণ . So ছন্দসমূহের মধ্যে বৃহতী শ্ৰী [ ও ] যশ: [ -স্বরূপ ]। পশুসম্পত্তি প্রদানে সকল ছন্দের মাৎসর্ধ্য হইয়াছিল ; তন্মধ্যে বৃহতী জয়লাভ করেন। অন্যান্য ছন্দ বৃহতীকে আশ্রয় করিয়াছিলেন ; এই জন্য বৃহতী শ্ৰীস্বরূপ। (তৈত্তিরীয় মত ) ৷ ইহা জানার প্রশংসা—“শ্রিয়মেব-কুরুতে’ যে এইরূপ জানিয়া বৃহতী দুইটি [সংযfজ্য ] করে, [ সে ] আপনাতে ঐ এবং যশ ধারণ করে । অহীনসত্রাধিই পরবর্তী বজ্ঞকাম যজমানের জন্য অপর ছন্দের বিধান হইতেছে, “পঙত্তী-কুৰ্ব্বীত” যজ্ঞকামী দুইটি পঙক্তিকে [সংযাজ্য ] করিবে । “অগ্নিং তং মঞ্চে” ইত্যাদি দুইটি মন্ত্র পঙক্তি (সং ৫,৬১,২ ) ; যজ্ঞের সহিত পঙক্তি ছন্দের সম্বন্ধ—“পাঙ ক্তে বৈ যজ্ঞঃ” যজ্ঞ পঙক্তি (ছন্দ: )-সম্বন্ধী । ইহা জানা আবশ্বক—“উপৈনং...কুরুতে” যে ( যজমান ) এই প্রকার জানিয়া পঙক্তি দুইটি ( সংযাজ্য। ] করে, যজ্ঞ তাহাকে সমীপে [ আসিয়া ] প্রণাম করে। বীৰ্য্যপ্রাপ্তির নিমিত্ত অপর ছন্দের বিধান—“ডিষ্টুভে1.কুবীত” বীৰ্য্যকাম [ যজমান ] ক্রিটুপ, দুইটিকে [সংযাজ্য। ] করিবে। “দ্ধে বিরূপে চরত:" ইত্যাদি মন্থদ্বয় ষ্টিভ, ছন্দ (সং ১৯৫১,২)। ত্রিইপছন্দের বীর্য্যজনকত্বে প্রমাণ—“ওজে. গ্রিন্থপ, ।” ৫িছুপ ( ছন্দ ) বীৰ্য্য, ওজঃ এবং ইন্দ্রিয় [ -স্বরূপ ] । বীৰ্য্য শরীরবল ; ওজঃ বলবৰ্দ্ধক অষ্টম ধাতু ; ইঞ্জিয় নেত্রাদির পটুত্ব। ইহা জানা আবশ্বক—“eজস্বী. কুরুতে।” যে এইরূপ জানিয়া ত্রিইপ, দুইটি [সংযাজ্য। ] করে, [ সে ] ওজস্বী, ইঞ্জিয়বান এবং বীৰ্য্যবান হয়। গবাদি পশুলাভের নিমিত্ত অপর ছন্দের বিধান—“জগতেী, কুৰ্ব্বতি” পশুকাম দুইটি জগতীকে { সংযাজ্য। ] করিবে। “জনস্ত গোপা” ইত্যাদি মন্ত্র দুইটি জগতীচ্ছন্দ। (সং ৫১১১,২) পশুলাভ জগতীচ্ছন্দের সাধ্য—“জাগতা বৈ পশব:" পশুগণ জগতীচ্ছন্দঃ—সম্বন্ধী। ইহা জানা আবশ্বক—“পণ্ডমান:কুরুতে’ যে এইরূপ জানিয়া জগতীদ্বয় { সংযাজ্য। ] করে, [ সে ] পশুমান হয়। আয়ার্থীর জন্য অপর ছন্দের বিধান—“বিরাজে...কুবীত”