পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/১৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অধ্যায় প্রথম খণ্ড—প্রবর্গ্য-কৰ্ম্ম BBBBB BB BBBBBB S BBBBB BBBBSBBSS BBBBS যজ্ঞ দেবগণের নিকট হইতে, আমি তোমাদের অন্ন হইব না, ইহা বলিয়া চলিয়া গিয়াছিলেন। দেবতারা বলিলেন—না, তুমি আমাদের অন্নই হইবে। দেবতার। র্তাহাকে (যজ্ঞকে ) হিংসা করিয়াছিলেন। হিংসিত হইয়াও তিনি দেবগণের নিকট অন্নরূপে ] প্রভূত হন নাই। তখন দেবগণ বলিলেন, এইরূপে হিংসিত হইয়াও ইনি যখন আমাদের অন্ন হইলেন না, অহো, তখন আমরা এই ( প্রবর্গ ) যজ্ঞের সম্ভার ( আয়োজন) করিব। তাহাই হউক বলিয়া, তাহার। যজ্ঞের সম্ভার করিয়াছিলেন । সেই যজ্ঞের সাধনার্থ বিধান—“তং সম্ভবত:’ সেই যজ্ঞের সম্ভার করিয়া [ দেবতারা ] বচি লেন, হে অশ্বিজয়, [ আমাদের কর্তৃক পীড়িত ] এই যজ্ঞের চিকিৎসা কয় ] [ কেন না ] অশ্বিস্বয়ই দেবগণের ভিষক । [ আবার ] অশ্বিস্বয়ই অধ্বধু ; সেই জন্য অধ্বযু্যদ্বয় ঘৰ্ম্মের ( প্রবর্গ্যের ) সম্ভার ( আয়োজন) করেন।* তৎপরে অনুজ্ঞামন্ত্র ও প্ৰৈষ মন্ত্র বিধান—“তং....অভিষ্ট্রহীতি’ যজ্ঞের আয়োজন করিয়া [ অধ্যযু ও প্রতিপ্রস্থাত উভয়ে ] বলিবেন,—অহে ব্ৰহ্মন,৩ আমরা প্রবর্গ দ্বারা 1 কৰ্ম্ম ] অনুষ্ঠান করিব ; অহে হোতা, তুমি অভিষ্টব [ ভতিমন্ত্র ] পাঠ কর । ব্ৰহ্মাকে যাহা বলা হয়, উহাই অনুজ্ঞামন্ত্র ; হোতাকে যাহা বলা হয়, উহ! প্ৰৈষ মন্ত্র । (১) প্রবর্গ্যকৰ্ম্ম প্রতিদিন পূৰ্ব্বত্বে ও অপরাত্ত্বে প্রত্যহ দুই বার অনুষ্ঠিত হয়। এইরূপে অগ্নিষ্টোম যজ্ঞে তিন দিন প্রবর্গ্যানুষ্ঠান বিহিত। এই কৃষ্মে মহাবীর নামক যুৎপাত্রে দুগ্ধ পাক করিয়া ঐ হবি আহনীয়ে আহুতি দেওয়া হয়। ঐ হবির নাম ঘৰ্ম্ম । (২) অধ্বষু দ্বয় বলিতে অধ্বষু ও তাহার সহায় প্রতিপ্ৰস্থাতাকে বুঝাইতেছে। স্থাদিগকে মহাবীর ও মহাবীরে হবিঃপাকের জন্য যাবতীয় উপকরণ ( সম্ভার) সংগ্রহ করিতে হয়। এই যজ্ঞে ঘৰ্ম্ম শবে মহাবীরের পক উত্তপ্ত হবি: তদ্ভিন্ন তপ্ত মহাবীর পাত্র, অথবা প্রবর্গ কৰ্ম্মও স্থলবিশেষে ঘৰ্ম্ম শব্দের লক্ষ্য হইয়াছে। (৩) যজ্ঞের মুখ্য ঋত্বিকু চারিজন-হোতা, অধ্বষু , উদগাতা ও ব্রহ্ম। তদ্ভিন্ন প্রত্যেকের সহকারী অন্যান্ত ঋত্বিকৃ থাকেন। ব্রহ্মা যজ্ঞের সমগ্র ভাগ পরিদর্শন করেন। এখানে প্তাহাকেই সম্বোধন হইতেছে। ASAAAS A SAS SSAS SSASAS SS SAAAA SAAAAA