পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/১৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* е রামেন্দ্রম্বন্দর রচনাসমগ্র মন্ত্রে [ অগ্নিপ্রণয়ন ] সমাপ্ত করা হয়, [ সেখানে ] সংবৎসরব্যাপী স্বস্তি (মঙ্গল সম্পাদন) করা হয় । ঐ সমগ্র ঋকের অর্থ-হে অগ্নি, তুমি [ দেবগণের ) দূত ; তুমিই আমাদের পালয়িতা ; হে বৃষভ (শ্রেষ্ঠ ), তুমি সৰ্ব্বত্র নিবাসহেতু ও [ কৰ্ম্মে ] প্রেরক ; আমাদের অপত্যের ও শরীরের বিস্তার বিষয়ে অপ্ৰমত্ত হইয়া এবং প্রকাশক ও গোপা ( রক্ষক ) হইয়া প্রবুদ্ধ থাক । অগ্নিপ্রণয়নে বিহিত ঋকৃ সংখ্যার প্রশংসা—“তা এতাঃ... অভিবদতি” এই সেই আটটি রূপসমৃদ্ধ ঋক্ পাঠ করিবে। [ যেহেতু ] যাহ। রূপসমৃদ্ধ, তাহী যজ্ঞের পক্ষে সমৃদ্ধ ; কেন না, ঐ ঋক্ ক্রিয়মাণ কৰ্ম্মকে পূর্ণভাবে উল্লেখ করে। প্রথম ও শেষ ঋকের তিন বার আবৃত্তি বিধান—“তাসাং, অবিস্রংসায়” তাহাদের মধ্যে প্রথমটিকে তিন বার ও শেষটিকে তিন বার পাঠ করিবে । [ তাহ। হইলে ] তাহার। দ্বাদশটি হইবে। দ্বাদশ মাসেই সংবৎসর ; সংবৎসরই প্রজাপতি; যে ইহা জানে, সে প্রজাপতি যাহাঁদের আয়তন ( আশ্রয় ),তাহাদের ( সেই ঋকৃসকলের ) দ্বারা বদ্ধিত হয় ; প্রথমটিকে তিন বার ও শেষটিকে তিন বার পাঠ করা হয় ; এতদ্বার। স্থিরতার জন্য, দৃঢ়তার জন্য ও শিথিলতা নিবারণের জন্য [ রজ্জ্বরূপী ] যজ্ঞের [ উভয় প্রাস্তে ] গ্রন্থি বন্ধন করা হয় । (১) অগ্নি এত ক্ষণ প্রাচীন বংশশালায় আহবনীয়মধ্যে অবস্থিত ছিলেন। র্তাহাকে উত্তরবেদিতে আনয়নের নাম অগ্নিপ্রণয়ন । প্রাচীনবংশে ইষ্টকৰ্ম্ম ও উত্তরবেদিতে পশুস্বাগ ও সেমিযাগ অনুষ্ঠিত হয়। (২) ১০।১৭৬২ । (৩) ৩৫৪৷১। (৪) ৪৭১ (৫) পশুর সহিত জগতীয় সম্বন্ধ পূর্বে দেখ। (৬) ১•১৭৬৩ (৭) ১•১৭৬৪ (৮) ৩,২৯৪ (৯) প্রাচীনবংশের পূর্বদিকে উত্তরবেদি। ঐ উত্তরবেদির অন্তর্গত নাভি নামক স্থানে কুশ আস্তীর্ণ করিয়৷ তদুপরি আহবনীয় হইতে আনীত অগ্নিকে স্থাপন করা হয়। (১০) ৬১৫।১৬ (১১) ৩২৯.৮ (১২) ২৯|১ (১৩) ধিষ্ণ্য শব্দের অর্থ অগ্নিস্থান। (১৪) ২,৯, ২ । তৃতীয় খণ্ড—হবিধান প্রবর্তন তৎপরে হবিধান প্রবর্তন কৰ্ম্মের প্ৰৈষ মন্ত্র৯–“হুবিধানাভ্যাং.অধ্বযুfঃ” অধ্যযু [ হোতাকে ] বলেন-প্রোহমাণ (উত্তরবেদির অভিমুখে নীয়মাণ ) হবিধানদ্বয়ের অন্থকূল মন্ত্র পাঠ কর। হোতৃপাঠ্য প্রথম ঋকৃ—“খুজে-রিস্তুতি’