পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/১৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম পঞ্চিক • ৫ম অধ্যায় ] ঐতরেয় ব্রাহ্মণ ዓwo “পরি ত্ব গির্বণে গিয়:” এই শেষ ঋক্ দ্বার: [ এই কৰ্ম্মে অনুবচন পাঠ ] সমাপ্ত করা হয় । সমাপনের কালবিধান—“স-পরিদধ্যাং" হবিধানদ্বয় যখনই [ স্বস্থানে স্থাপিত হইয়। ] সম্যকৃরূপে অfচ্ছাদিত হইয়াছে, হোতা ইহা বুঝিতে পরিবেন, তখনই [ অহুবচন ] সমাপ্ত করিবেন। ইহ জানার প্রশংসা -“অনগ্নস্তাবুক। পরিদ্বধাতি” যে স্থলে এইরূপ জানিয়া হবিধানদ্বয় সম্যক আচ্ছাদিত হইলে ঐ মন্ত্র দ্বারা [ অমুবচন ] সমাপ্ত করা হয়, [ সে স্থলে ] হোতার এবং যজমানের ভার্ষ্য৷ ( স্ত্রী ) অনগ্ন ( বস্ত্র দ্বারা আচ্ছাদিত ) হইয়া থাকে। সেই কাল কিরূপে জানিবে—“ধজুধা-পরিশ্রয়স্তি” এই যে হবিধানদ্বয়, ইহারা যজুর্মগ্ন দ্বারা সম্যগাচ্ছাদিত হয় ; এই জন্য এ স্থলে যজুর্যন্ত্র দ্বারাই [ অধ্বধুর্যগণ ] ইহাদিগকে আচ্ছাদিত করেন।* অধ্বষু যজুর্যন্ত্র প্রয়োগে আচ্ছাদন করিলে হোতা অনুবচন-সমাপ্তির কাল হইয়াছে বুঝিবেন । পুনশ্চ কালবিধান—“তেী পরিদধ্যাৎ” অধ্বষু ও প্রতিপ্রস্থাত ইহারা দুই জনে যখন উভয় দিকে মের্থী স্থাপন করিবে, তখনই [ হোতা অকুবচনপীঠ ] সমাপ্ত করিবে । শকটের ঈষার অগ্রভাগ স্থাপনের কাঠকে মের্থী বলে। অধ্যযু দক্ষিণদিকের হবিধান শকটে ও প্রতিপ্রস্থাত ( অধ্বযু্যর সহকারী ) উত্তর দিকের শকটে মের্থী স্থাপন করেন । এই বিধান পূৰ্ব্বোক্ত বিধানের বিরোধী নহে। যথা—“এত্র হি...ভবতঃ” এই সময়েই ( মেথীস্থাপনকালেই ) তাহারা ( শকটদ্বয় ) সম্যকৃরূপে আচ্ছাদিত ट्ध्र । উভয় অনুষ্ঠান এক সময়েই সম্পন্ন হওয়ায় সেই সময়েই অতু বচন সমাপ্ত করিবে । ঋকৃসংখ্যা প্রশংসা—“তা এতা-অবিসংসায়” এই সেই আটটি রূপসমৃদ্ধ ঋক্ পাঠ করিবে ; যাহা রূপসমৃদ্ধ, তাহঃ যজ্ঞের পক্ষে সমৃদ্ধ, কেন না, ঐ ঋক্ ক্রিত্নমাণ কৰ্ম্মকেই পূর্ণভাবে উল্লেখ করে। তাহাদের মধ্যে প্রথমটিকে তিন বার ও শেষটিকে তিন বার পাঠ করিবে। [ তাহা হইলে ] তাহার দ্বাদশটি হইবে। স্বাদশ মাসেই সংবৎসর ও সংবৎসরই প্রজাপতি। যে ইহা জানে, সে প্রজাপতি যাহাঁদের আয়তন ( অtশ্রয় ), সেই ঋকৃসকলের দ্বারা সমৃদ্ধ হয়। প্রথমটিকে তিম বার ও শেষটিকে তিন বার পাঠ করা হয় ; ইহাতে স্থিরতার জন্ত, দৃঢ়তার জন্য ও শিথিলতা নিবারণের জন্য [ বুজুরূপী ] যজ্ঞের [ উভয় প্রাস্তে ] গ্রন্থি दकृम श्ध्र !