পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/২০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ՊԵ- রামেঞ্জস্বনায় রচনাসমগ্র ( ১ ) প্রাচীনবংশের দ্বার ভাগে রক্ষিত আহবনীয় অগ্নি হইতে অগ্নি গ্রহণ করিয়া আগ্নীপ্র নামক ধিষ্ণ্যে লইয়া যাইতে হয়। সোমকেও সেই স্থান হইতে অগ্নির সহিত আনিয়া পরে হবিধান-মওপে রাখিতে হয় ; এই অনুষ্ঠানের নাম অস্ত্রীষোমপ্রণয়ন । (২) আশ্ব, শ্রেী, স্থ, ৪।১০, অথৰ্ব্ব সং, ৭১৪৩ ৷ ( ৩ ) ১৪০৩ । ( ৪ ) ৩,২৭৭৯ । (৫) উত্তরবেদির পশ্চিমে সদোমণ্ডপ ও হবিধানমণ্ডপ, সদোমগুপের নিকটে অগ্নি এ । (৬) ১১৭-১১ । (৭) ১৬৭২৯ । (৮) ১৷১৪৪৷৭ । (৯) ৩৬২৷১৩-১৫ । (১০) গায়ত্রীর সহিত সোমের সম্বন্ধ পূর্বে দেখান হইয়াছে। (১১) ১১৫৬৪ । (२२) wl8bl२ । (s७ ) >|१s|७ । (>8) wl8२|s । (se) t>I8२॥२ ।। দ্বিতীয় পঞ্চিক ষষ্ঠ অধ্যায় প্রথম খণ্ড—যুপনিৰ্ম্মাণ অনন্তর অগ্নিযোনীয় পশু প্রকরণ। যুপবিষয়ে আখ্যায়িক। —“ধজেন-লোকম্‌” [ পুরাকালে ] দেবগণ যজ্ঞদ্বারা উৰ্দ্ধস্থ হইয়। স্বৰ্গলোক প্রাপ্ত হইয়াছিলেন। তাহার ভয় করিলেন, আমাদের এই যজ্ঞ দেখিয়া মনুষ্যগণ ও ঋষিগণ পশ্চাৎ [ আমাদিগকে ] জানিতে পারিবে। এই হেতু তাহারা যজ্ঞকে যুপের সহিত ষোপন করিয়াছিলেন ( যুপের চিহ্নে মিশাইয়। মহুয়ারি ভ্রমোৎপাদন করিয়াছিলেন )। সেই যজ্ঞকে যে যুপের সহিত যোপন করিয়াছিলেন, তজ্জন্যই যুপের যুগত্ব। তাহারা সেই যুপকে অধোমুখে প্রোথিত করিয়৷ উদ্ধে (স্বর্গলোকে ) চলিয়া গিয়াছিলেন। তাহার পর মচুন্যগণ ও ঋষিগণ যজ্ঞের কোন [ চিহ্ন ] দেখিয়া [ দেবগণের অনুষ্ঠান ] জানিতে পারিব, এই অভিপ্রায়ে দেবগণের যজ্ঞভূমির নিকট আসিয়াছিলেন । [ সেখানে ] প্তাহারা অধোমুখে প্রোথিত যুপটিকেই [ দেখিতে ] পাইলেন। তাহারা বুঝিলেন, দেবগণ এই যুপ দ্বারা যজ্ঞকে ধোপন করিয়াছেন। তখন তাহারা সেই যুগকে উৎপাটন করিয়৷ উৰ্দ্ধমুখে প্রোথিত করিলেন । তদনন্তর তাহারা যজ্ঞকে বিশেষরূপে জানিলেন ও স্বৰ্গলোককেও বিশেষরূপে জানিলেন । উভয়বেদির সম্মুখে প্রোথিত পশুবন্ধনস্তম্ভের নাম যুপ। এ স্থলে ষোপন ক্রিয়াসম্পাদক বলিয়া উহার নাম যুপ । এ বিষয় শাখাস্তরেও উক্ত হইয়াছে।’ যুপ-নিখননের ব্যবস্থা—“তবেদ অমুখ্যাত্যৈ" এই কারণেই বজ্ঞকে বিশেষরূপে জানিবার জন্ত ও স্বৰ্গলোক দেখিবার জন্য যুপ উৰ্দ্ধমুখে প্রোধিত হয়। ->