পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/২১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামেক্সস্কুন্দর রচনাসমগ্র "ליל ত্বষ্টায় যজন হয়। বাক্যই ত্বষ্টা ; বাক্যই এই সমস্ত [ জগৎ ] গঠন করে ; এতদ্বারা বাক্যকেই প্রীত করা হয় এবং যজমানে বাক্যেরই স্থাপনা হয়। ১৩ দশম প্রযাজের দেবতা—"বনস্পতিং ••দুধাতি” বনস্পতির যজন হয়। প্রাণই বনস্পতি ; এতদ্বারা প্রাণ:কই প্রীত করা হয় ও যজমানে প্রাণেরই স্থাপনা হয়। ১৭ একাদশ প্রযাজের দেবতা “স্বাহাঙ্কুর্তীঃ...প্রতিষ্ঠাপয়তি” স্বাহাকৃতিগণের যজন হয়। প্রতিষ্ঠাই স্বাহাকৃতি ; এতদ্বারা যজ্ঞকে শেষকালে প্রতিষ্ঠায় প্রতিষ্ঠিত করা হয়। ১৫ শেষ প্রযাজের আহুতিসমাপ্তির পর সকল প্রযাজের উদ্দিষ্ট দেবগণের নাম করিয়া স্বাহাকার (স্বাহা উচ্চারণ) হয়। এই হেতু স্বাহাকৃতিগণ বলিতে বিশ্বদেবগণ বুঝাইতে পারে। এতদূর যজ্ঞের শেষকালে প্রতিষ্ঠ সম্পাদিত হয়। অধিকারিভেদে অন্য আগ্রীস্থক্তেরও বিধান আছে, যথা "তাভিঃ•••নোৎস্থজতি” [ গোত্র প্রবর্ত ক ] ঋষি অনুসারে সেই সকল ( আগ্ৰীমন্ত্র ) দ্বারা প্রীত করিবে। ঋষি অনুসারে যে অপ্রিী পাঠ হয়, এতদ্বারা যজমানকে [ সেই সেই ঋষির ] বন্ধুত৷ ( গোত্রগত সম্বন্ধ ) হইতে বাহির করা হয় না । যজমান আপন গোত্রপ্ৰবৰ্ত্তক ঋষিভেদে বিভিন্ন আগ্রী ব্যবহার করিতে পারেন ; এরূপ করিলে সেই ঋষির সহিত র্তাহার সম্বন্ধ অবিচ্ছিন্ন থাকে ॥১৬ (১) দৰ্শপুর্ণমাসাদি সাধারণ প্রকৃতি যজ্ঞে পাচটি প্রধাজ প্রধান যাগের পূৰ্ব্বে বিহিত হয়। প্রত্যেক বার হোমের সময় যাজ্যামন্ত্র পঠিত হয়। এই যাজ্যমন্ত্র সাধারণতঃ যজুর্যন্ত্র । “ষে যজামহে” বলিয়া আরম্ভ করিয়া যাজ্যপাঠের পর বষটুকার উচ্চারণ সময়ে অধ্বমুঠ আহুতি দেন। চাতুর্মাস্ত ইষ্টিতে নয়টি প্রধাজের বিধান আছে। পশুৰাগে পাচটির স্থানে এগারটি প্রষাজের বিধান হয়। ইহার যাজ্যামন্ত্রগুলি ঋকৃমন্ত্র । যে যে স্থক্তে ঐ সকল ঋকৃমন্ত্র আছে, তাহাদের নাম আগ্রীস্বত্ত যজমানের গোত্রভেদে ভিন্ন ভিন্ন আগ্রীস্থক্তের ব্যবস্থা আছে। ঋকৃসংহিতায় সমুদয়ে দশটি আগ্রীষ্মক্ত আছে। অশ্বিলায়নমতে শুনকগোত্রে আপ্রস্বত্ত “সমিদ্ধে অগ্নিনিহিত: পৃথিব্যাম ইত্যাদি । বলিষ্ঠ গোত্রের আগ্রীস্বত্ত “জুষস্ব নঃ সমিধম্‌” ইত্যাদি ; অন্য সকলের আগ্রীস্বত্ত “সমিদ্ধে অন্ত মহুষে দুরোণে” ( আশ্ব, শ্রেী, স্থঃ ৩২ )। আশ্বলায়নোক্ত মত ব্যতীত অন্য মতও আছে। তাহ পরে লিখিত হইয়াছে, ৯০ পৃষ্ঠা ১৬ টকা দেখ। (২) মৈত্রাবরণপাঠ্য সম্পূর্ণ প্রৈযমন্ত্র “হোতা বক্ষয়িং সমিধা স্বযমিধা সমিত্বং নাভা পৃথিব্যাঃ সঙ্গথেবামন্ত বৰ্ম্ম ন দিব ইড়ম্পদে বেতু