পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/২১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় পঞ্চিক ; ৬ষ্ঠ অধ্যায় ] ঐতরেয় ব্রাহ্মণ 。冷& পশ্চাৎই চলিয়াছিল। এই জন্ত [ এই কৰ্ম্মে ] ইহার ( বধ্য পশুর ) সম্মুখে অগ্নিকে লইয়া যাওয়া হয়। মস্ত্রের পরবর্তী অংশের ব্যাখ্যা—“তৃণীত...করোতি” [ *বধস্থানে নীত পশুর নিম্নে ] বহিঃ (কুশ ) অস্তিীর্ণ কর”—এই বাক্যে পশুকে সমস্ত-ওষধি-আত্মক করা হয়, কেন না, পশু ওষধি-আত্মক । ওষধি ( কুশাদি তৃণ ) খাইয়া বদ্ধিত হয় বলিয়া, পশু ওষধি-আত্মক। মস্ত্রের পরবর্তী অংশের ব্যাখ্যা—“আম্বেনং--আলভন্তে” “এই পশুকে (ইহার বধে } [ ইহার ] মাতা অনুমতি দিক, পিতা অনুমতি দিক, সহোদর ভ্রাতা অনুমতি দিক, সখা ও একযুথবৰ্ত্তী [ অন্য পশু ] অনুমতি দিক”—এই বাক্যে তাহার জন্মসম্পর্কযুক্ত অন্য পশু ]-গণেরও অকুমতি লইয়। ইহার আলস্তন ( বধ ) হয় । তৎপরবর্তী ভাগের ব্যাখ্যা—“উদীচীন। অস্ত...আদধাতি” “ইহার প। উত্তরদিক আশ্রয় বরুক, চক্ষু সূৰ্য্যকে প্রাপ্ত হউক, প্রাণ বায়ুকে, জীবন অস্তরিক্ষকে, শ্রোত্র দিক সমূহকে ও শরীর পৃথিবীকে আশ্রয় বরুক”—এই বাক্যে ইহাকে ঐ সকল স্থানে স্থাপন করা হয়। তৎপরভাগের ব্যাখ্যা—“একধা-• •দধাতি” ইহার ত্বক, একভাবে [ অবিচ্ছিন্নভাবে ] ছিন্ন কর, ছেদনের পূৰ্ব্বে নাভি হইতে বপ (মেদ) পৃথক কর, প্রশ্বাসকে ভিতরেই নিবারণ কর (শ্বাসরোধ করিয়া বধ কর)” —এই বাক্যে পশুসমূহেই প্রাণসকলের স্থাপনা হয়। তৎপরভাগের ব্যাথ্য—“শোনমস্ত্য-গ্ৰীণাতি” “ইহার বক্ষ শুেনের (পক্ষীর ) আকৃতিযুক্ত কর (সেইরূপে ছিন্ন কর ), বাহুদ্বয় উত্তমরূপে ছিন্ন কর, প্রকোষ্ঠস্বয় শলাকাকার কর, অংসস্বয় কচ্ছপাকার কর, শ্রোণিদ্বয় অচ্ছিদ্র কর, উরুদ্বয় কবষের (ঢালের ) মত ও উরুমুল কয়বীরপত্রের মত কর ; ইহার পাশ্বাস্থি ছাব্বিশখানি, সেগুলি পর পর পৃথক কয় ; সমস্ত গাত্র অবিকল [ ছিন্ন ] কর”—এই বাক্যে ইহার সমস্ত অঙ্গ ও গাত্রকে প্রীত করা হয় । শেষ ভাগের ব্যাখ্যা—“উবধ্যগোহং-প্রতিষ্ঠাপয়তি” “ইহার পুরীষ গোপনের জন্ত স্থান (গৰ্ত্ত ) পৃথিবীতে (ভূমিতে) খনন কর”—এই বাক্যে এই উবধ্য (পুরীষ ) ওষধি-সম্বন্ধী (ভক্ষিত তৃণাদির বিকার), এবং এই পৃথিবী ওষধিসকলের স্থান ; অতএব এতদ্বারা এই পুরীষকে শেষে (পশুবধাস্তে ) আপনার স্থানেই স্থাপিত করা হয়।