পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/২২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় পঞ্চিক ; ৬ষ্ঠ অধ্যায় } ------ ঐতরেয় ব্রাহ্মণ 夺总 [ অন্ত আকারে ] ছেদন করিও না (উলুকাকারেই ছেদন কর ) ; ; এইরূপ করিলে ] তোমার পুত্র পৌত্র কাহাকেও রোদন করিতে হইবে না”—এই বাক্যে দেবগণ মধ্যে ও মচুন্যগণ মধ্যে যাহারা শমিত ( পশুহস্তা ), তাহাদের উদ্দেশেই সেই মাংসখগু দান করা হয়। মন্ত্রের শেষভাগ—“অঞ্জিগো--স্ংপ্রযচ্ছতি” -- * অখ্রিগু, তোমরা পশুকে হনন কর—স্বস্থভাবে ( যথাশাস্ত্র } হনন কর,—অহে অখ্রিগু, হনন কর”—এই বাক্য তিন বার বলিবে । [ তৎপরে তিন বার ] “অপাপ” বলিবে । ধিনি দেবগণের মধ্যে শমিত ( পশুহন্ত ), তিনিই অখ্রিগু ; ও ধিনি নিগ্ৰহকৰ্ত্ত, তিনি অপাপ। এই বাক্যে শমিতৃগণের উদ্দেশে ও নিগ্রহবর্তীদের উদ্দেশে সেই পশুকে (হননের জন্য ) দেওয়া হয় । অখ্রিগু প্রৈষপাঠান্তর জপমন্ত্রপাঠ—“শমিতারো" য এবং বেদ” “হে শমিতৃগণ, এই কৰ্ম্মে যে স্বকৃত হইল, তাহ আমাদিগের উপরে ও যে দুষ্কৃত হইল, তাহ অন্তের উপরে [ অপিত হউক ]” এই মন্ত্র বলিবে । অগ্নিই দেবগণের • হোতা ছিলেন—তিনি এই বাক্য ( অখ্রিগু-প্রৈযমন্ত্র ) দ্বার। এই পশুকে বধ করিয়াছিলেন, এই জন্ত হোতাও সেই বাক্য দ্বার। ইহাকে বধ করেন। এতদ্বারা [ পত্র ] সম্মুখভাগে যে ছেদন করা হয় ও পশ্চাদ্ভাগে যে ছেদন করা হয়, যাহা [ শাস্ত্রবিধান অপেক্ষ ] , অতিরিক্ত করা হয় বা ধাহ! [ তদপেক্ষ ] অল্প করা হয়, তাহ সমস্তই শমিতাদিগকে ও নিগ্রহ বৰ্ত্তাদিগকেই জানান হয় । [ এই মন্ত্রপাঠে ] হোতাও মঙ্গল দ্বারা পোপ হইতে ] মুক্ত হন ও পূর্ণ আয়ু লাভ করেন ও [ যজমানেরও ] পূর্ণায়ুষ্কতালাভ ঘটে। যে ইহা জানে, সে পূর্ণ আয়ু লাভ করে। অষ্টম খণ্ড–পশুসম্বন্ধে আখ্যায়িকা অখ্রিগুপ্রেবের পর পুরোডাশ বিধানের পূর্ব আখ্যায়িকা—“পুরুষং বৈ. নাশ্লীয়াৎ” 挪 [ পুরাকালে ] দেবগণ পুরুষকে (মহন্যকে ) পশুরূপে আলস্তন (যজ্ঞে হনন ) করিতে উদ্যত হইয়াছিলেন। সেই হননেচ্যুক্ত পুরুষ হইতে যজ্ঞভাগ পলায়ন করিল ও অশ্বে প্রবেশ করিল। সেই জন্য অশ্ব যজ্ঞযোগ্য হইল। অনস্তর যজ্ঞভাগ কর্তৃক পরিত্যক্ত সেই পুরুষকে দেবগণ সম্পূর্ণরূপে বর্জন করিলেন ; সেই পুরুষ [ তখন ] কিন্পুরুষ হইল। o র্তাহার। অশ্বের অালম্ভনে উষ্ঠত হইলেন। সেই হুননোস্থ্যক্ত অশ্ব হইতে যজ্ঞভাগ পলায়ন করিল ও গরুতে প্রবেশ করিল। সেই হইতে গরু বজ্ঞের যোগ্য হুইল ।