পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/২৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

} e 8 রামেন্দ্রস্থম্বর রচনাসমগ্র স্বৰ্গলোকে গিয়াছেন, অতএব বপাই পশুর প্রধান অঙ্গ, বপাহোমেই পণ্ডহোম সিদ্ধ হয়। স্থত্যাদিনে (সোমাভিযবের শেষদিনে ) প্রাতঃসবনে পশুর বপাহোম হয় ও তৃতীয় সবনে পশুর হৃদয়াদি অন্ত অঙ্গের হোম হয়। বপাহোমেই যদি সমস্ত পশুর হোম সিদ্ধ হইল, তবে ঐ তৃতীয় সবনে অন্তান্ত অঙ্গের হোমের প্রয়োজন কি, এই প্রশ্নের মীমাংসা—“অথ যদেনং বেদ” অনন্তর, তৃতীয় সবনে এই পশুকে পাক করিয়া ষে আহুতি দেওয়া হয়, তাহার উদেশ্ব এই যে, বহুল আহুতিদ্বারাই আমাদের ইষ্ট লাভ হউক, কেবল মাত্র পণ্ডদ্বারাই আমাদের ইষ্ট লাভ হউক। যে ইহা জানে, তাহার বহুল আহুতিদ্বারাই ইষ্ট লাভ হয় ; কেবল পশুদ্বারাই তাহার ইষ্ট লাভ হয়। বপাহোমের পর অন্য অঙ্গের হোম স্বৰ্গলাভপক্ষে আবশ্যক ন হইলেও আহুতির বাহুল্যে কোন দোষ হয় না। “অধিকং নৈব দোষায় ।” (১) “জুষস্ব সপ্ৰথস্তম্” ( ১৭৫১ )—পূর্বে ১০১ পৃষ্ঠা দেখ। (২) “ হাত। যক্ষদগ্নিং স্বাহাজ্যস্ত” ইত্যাদি একাদশ প্রযাজ যাগের প্রৈষ। পূৰ্ব্বে দেখ। (৩) ‘সদ্যোজাত:" ইত্যাদি একাদশ প্রধাজের যাজ্য। পূৰ্ব্ব : ০ পৃষ্ঠা দেখ। চতুর্থ খণ্ড—বপাহোমপ্রশংসা বপাহোমপ্রশংস —“সা বা. জয়তি" এই ষে বপাহুতি, ইহা বস্তুতঃ অমৃতাহুতি । [ সেইরূপ ] অগ্ন্যান্থতিও* অমৃতাহুতি ; ঘৃতাহুতিও অমৃতাহুতি ; সোমান্থতিও অমৃতাহুতি। এ সকলই অশরীর (অমরত্ব দান করে বলিয়া শরীরনাশক ) আহুতি । যে কিছু অশরীর অ’হুতি আছে, ভদ্বারা যজমান অমৃতত্ব (অমরত্ব বা অশরীরিত্ব ) লাভ করে। পুনঃপ্রশংসা—“সা বা.পরিবাসয়েতি” এই যে বপ, ইহা রেতঃস্বরূপ । রেতঃ যেমন [ নিষেকাস্তে ] লীন হয়, বপাও সেইরূপ [ আহুতির পর ] লীন হয় ; রেতঃ শুক্লবৰ্ণ ; বপা ও শুক্লবৰ্ণ ; রেতঃ অশরীর ; বপাও অশরীর। এই ষে রক্ত ও যে মাংস, তাহাই শরীর ; সেই জন্যই [ ঋত্বিক পশুর অঙ্গচ্ছেদনবৰ্ত্তৰে] বলেন, যতক্ষণ আলোহিত (রক্তশূন্ত ) না হয়, ততক্ষণ বপ৷ ছেদন কর । হোমের জন্ত,বপাকে কয়টি অবদানে বা ভাগে বিভক্ত করিতে হইবে, তাহার বিধান—“সা লোকমেতি” বপা পাচ অবদানে বিভক্ত হয়। যদি ষজমান চতুর্বত্তী হয়, তাহা হইলে বপা পাচ