পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/২৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>> a রামেক্সস্কমার রচনাসমগ্র সাতটি ছন্দে অগ্নির উদ্দিষ্ট মন্ত্র পাঠ করিবে। ১ কেন না,দেবলোকের সংখ্যা সাতটি । যে ইহা জানে, সে সকল দেবলোকেই সমুদ্ধ হয়। সাতটি ছন্দে উধার উদ্দিষ্ট মন্ত্র পাঠ করিবে ; কেন না, গ্রাম্য পশুর সংখ্য সাতটি ২ যে ইহা জানে, সে গ্রাম্য পশুসকল লাভ করে। সাতটি ছন্দে অশ্বিদ্বয়ের উদ্দিষ্ট মন্ত্র পাঠ করিবে ; কেন না, [ লৌকিক সপ্তস্বরযুক্ত গানরূপ ] বাক্য সাত প্রকারে ( সাত স্বরে ) কথিত হয় ; [ বৈদিক সামরূপী ] বাক্যও তত প্রকারেই কথিত হয়। ইহাতে সমস্ত [ লৌকিক ] বাক্যের ও সমস্ত ব্রহ্মের ( বৈদিক বাক্যের ) পরিগ্রহ ঘটে । তিন দেবতার উদ্দেশেই মন্ত্র পাঠ করিবে । এই লোকত্ৰয় (স্বর্গ, অন্তরিক্ষ ও ভূমি ) ত্রিবৃত (তিনগাছি স্থত্রে প্রস্তুত রজ্জ্বর মত মিলিত ) ; ইহাতে এই লোকসকলের জয় ঘটে । (১) তিন দেবতার পক্ষেই সাতটি ছন্দ যথাক্রমে—গায়ত্রী, অহুটুপ, , কিছুপ, বৃহতী, উষ্ণিক জগত ও পঙক্তি ( পূৰ্ব্বে দেখ) (২) গ্রাম্য পশু সাতটি, বৌধায়ন মতে—অজ, অশ্ব, গে, মহিষী, বরাহ, হস্তী, অশ্বতন্ত্রী। আপস্তম্ব মতে— অজ, অবি ( মেষ ), গে, অশ্ব, গর্দ ভ, উষ্ট, নর। অষ্টম খণ্ড–প্রাতরমুবাক প্রাতরঙ্কু দাকে মন্ত্রপাঠের নিয়ম নির্দেশ—“তদাহু: তেনেতি” এ বিষয়ে ব্ৰহ্মানীরা ] প্রশ্ন করেন, প্রাতঃস্থ কি কিরূপে পাঠ করিবে ? [ উত্তর ] প্রাতরঙ্কু কি ছন্দের ক্রমানুসারে পাঠ করিবেশ । এই যে ছন্দ সকল, ইহার প্রজাপতির অঙ্গস্বরূপ , এবং এই ধিনি ষাগ করেন, তিনিও প্রজাপতির স্বরূপ। এই জন্য ঐরুপ পাঠ যজমানের পক্ষে হিতকর। [ কাহারও মতে ] প্রাতরঙ্কুবাক : প্রতি মন্ত্রে ] পাদশঃ ( প্রত্যেক চরণের পর ) বিরাম দিয়। ] পাঠ করিবে। কেন না, পশুগণ চতুষ্পাদ ; ইহাতে পণ্ডলাভ ঘটে। ঐ মতের খণ্ডন ] অৰ্দ্ধ ঋকৃ ক্রমেই ( প্রতি চরণে বিরাম না দিয়া অৰ্দ্ধঋকৃ পাঠাস্তে বিরাম দিয়া ) পাঠ করিবে। যেমন [ অধ্যয়নকালে ] পাঠ করা হয়, সেইরূপেই পাঠ করিলে প্রতিষ্ঠা ঘটিবে। কেন না, পুরুষ (মনুহ ) ৰিপ্ৰতিষ্ঠ (ছুই পায়ে প্রতিষ্ঠিত ) ; আর পশুগণ চতুষ্পাদ। এতদ্বারা যজমানকে প্রিতিষ্ঠ করিয়া চতুস্পাদ পত্ততে স্থাপনা করা হয়। এই জন্য অৰ্দ্ধ ঋক্ ক্রমেই পাঠ করিবে। এ বিষয়ে আবার [ ব্রহ্মবাণীর। ] প্রশ্ন করেন, এই ষে [ পূৰ্ব্বাক্ত ক্রমানুসারে ছন্দ পাঠ ] ইহা [ অক্ষয়সংখ্যান্থধারী ক্রমের ] বিপরীত হইয়াও কেন বিপরীত