পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/২৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় পঞ্চিকা ঃ ৮ম অধ্যায় ] ঐতরেয় ব্রাহ্মণ >)● যে ইহা জানে ও যে ইহা জানিয়া এই আপোনপত্রীয় স্থত্ত প্রয়োগ করে, সে অপদেবতাগণের প্রিয় ধামের ও দেবগণের সামৗপ্য প্রাপ্ত হয় ও পরম লোক জয় করে। ঐ সূক্তপীঠের নিয়ম—“তৎ সস্ততং ভবতি” । ঐ স্থত্ত-অবিচ্ছেদে (বিনা বিরামে )ত পাঠ করিবে। যে স্থানে ইহা জানিয়। এই স্থজ অবিচ্ছেদে পাঠ করা হয়, সেখানে পর্জন্য ( মেঘ ) প্রজাগণের উদ্দেশে অবিচ্ছেদে বর্ষণ করেন। যদি [ প্রত্যেক চরণের পর বা অৰ্দ্ধ ঋকের পর ] বিরাম দিয়া পাঠ করা হয়, তাহ হইলে পর্জন্ত প্রজাদ্বিগের উদ্দেশে [ ভূমিতে বর্ষণ না করিয়া ] পৰ্ব্বতে বর্ষণ করেন । সেই জন্য অবিচ্ছেদেই পাঠ করিবে । এই সূত্তের প্রথম মন্ত্র তিন বার অবিচ্ছেদে পাঠ করিবে। তাহা হইলে ঐ সমস্ত স্থত্তই অবিচ্ছেদে পাঠ করা হইবে। (১) দ্বাদশদিনের অধিকদিনব্যাপী বহু যজমানের পক্ষে অঙ্গুষ্ঠিত যাগকে সত্র বলে । কৌষীতকিব্রাহ্মণে উক্ত সত্ৰসম্বন্ধে নিম্নোক্ত আখ্যায়িকা আছে— “মাধ্যমাঃ সরস্বত্যাং সত্রমাসত তদ্ধাপি কবষো মধ্যে নিষসীদ। তং হেম উপোছৰ্দাস্ত বৈ ত্বং পুত্রোহসি ন বয়ং ত্বয়া সহ ভক্ষয়িষ্কাম ইতি। স হ ক্রুদ্ধঃ প্রস্রবন সরস্বতীমেতেন স্থক্তেন তুষ্টাব। তং হেয়মন্বেয়ায়। ত উ হেমে নিরাগা ইব মনিরে তং হাম্বাবৃত্যোচুঋষে নমস্তে অস্তু মা নো হিংসাত্বং বৈ ন শ্রেষ্ঠোহসি যং ত্বেয়মন্বেতীতি। তং হ যজ্ঞপরাং চক্রুস্তস্ত হ ক্ৰোধং বিনিত্যুঃ স এষ কবষস্তৈাষ মহিমা হুক্তস্ত চাকুবেদিতা।” ( কৌষীতকি ব্রাহ্মণ, ১২৩ ) মধ্যম ঋষিগণ ( গৃৎসমদ, বিশ্বামিত্র, বামদেব, অত্রি, ভরদ্বাজ, বশিষ্ঠ [ আশ্ব-গৃহ-স্ব, ৩৪ ] ) সরস্বতীতীরে সত্রাঙ্গুষ্ঠান করিয়াছিলেন। তাহাদের মধ্যে কবষ আসীন ছিলেন। সেই ঋষিগণ র্তাহাকে তিরস্কার করিলেন, “তুমি ত দাসীর পুত্র, আমরা তোমার সহিত ভোজন করিব না।” তিনি ক্রুদ্ধ হইয়া চলিয়া গেলেন এবং ঐ স্থজ দ্বারা সরস্বতীকে তুষ্ট করিলেন। সেই সরস্বতী তাহার অনুগমন করিলেন। তখন তাহার। ( ঋষিগণ) তাহাকে নির্দোষ বলিয়া বুঝিলেন ও র্তাহার পশ্চাতে গমন করিয়৷ বলিলেন, "অহে ঋষি, তোমাকে প্রণাম ; তুমি আমাদের হিংসা করিও না ; তুমি আমাদের মধ্যে শ্রেষ্ঠ, যেহেতু এই সরস্বতী তোমার অনুগমন করিতেছেন।” তখন র্তাহারা তাহাকে যজ্ঞের অধ্যক্ষ করিয়া তাহার ক্রোধ অপনোদন করিলেন। ইহাই কবষের মহিমা এবং তিনিই সেই স্থক্তের প্রকাশক । পুনশ্চ— ” “তদ্ধ স্ম পুরা যজ্ঞমূহে রক্ষাংগি তীর্থেদ্বপো গোপায়স্তি। তজেকেইপোহচ্ছ জগন্তত এব তান সৰ্ব্বান জয়ন্ত এব তৎ কবষ: স্বত্তমপস্তং পঞ্চদশর্চং প্র ফেবজা ব্ৰঙ্কৰে թր