পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/২৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় পঞ্চিকা ঃ ৮ম অধ্যায় ] ঐতরেয় ব্রাহ্মণ SY (t BBBBB DD BBB DDBB DDD BBBDBB BBBBBSg BBBS সমায়তীমু”

  • আ ধেনব পয়সা তুর্ণার্থাঃ" এই মন্ত্র [ ঐ জল চত্বালের নিকট ] আনিবার BBB SBD BBBS SBBBS DBB BBBS BB BB S g DD BBBBS সংযুক্ত করিবার সময় পাঠ করিবে ।

পূৰ্ব্বদিন পশুযাগের পর বসতীবরী নামক জল আনিয়া বেদির উপর রাখা হইয়াছিল। পরদিন উন্নেত নামক ঋত্বিকৃ? সেই বসতীবরী জল ও হোতার চমস, চাত্বালে লইয়। আসেন। মৈত্রাবরুণের পরিচারক চমসাধ্বযু্য, একধনী পুরুষগণ কর্তৃক আনীত একধনা জল ও মৈত্রাবরুণের চমস আনেন। হোতার চমসে বসতীবরী ও মৈত্রীবরুণের চমসে একধন রাখা হয়। তৎপরে অধ্বষু উভয় চমস পরস্পর সংযুক্ত করেন। সেই সময়ে হোতা ঐ মন্ত্র ( “সমন্ত যস্তি” ইত্যাদি ) পাঠ করেন। তৎপরে পরবর্তী মন্ত্রপাঠকালে দুই জল মিশান হয়। ঐ মন্ত্রের প্রশংসার্থ আখ্যায়িকা—“আপো বা এবং বেদ” এই যে বসতীবরী, যাহা [ স্বত্যার ] পূর্বদিনে, আর এই ষে একধন, যাহা সেই দিন ] প্ৰাতঃকালে সংগৃহীত হয়, এই [ উভয়বিধ ] জল, আমরাই আগে যজ্ঞ নিৰ্ব্বাহ করিব, আমরাই [ অাগে করিব ], এই বলিয়া [ পরস্পর ] পদ্ধ (বিবাদ) করিয়াছিল। ভৃগু ( তন্নামক ঋষি ) দেখিলেন, সেই জলের [ পরস্পর ] স্পৰ্দ্ধ। করিতেছে ; তাহ দেখিয়া তিনি “সমন্যা ষপ্ত্যপ যন্ত্যপ্তাঃ” এই ঋকৃ দ্বারা তাহাদিগের মিলন করিয়া দিলেন। তখন তাহার। [ বিবাদ ত্যাগ করিয়৷ ] মিলিত হইল। যে ইহা জানে, তাহাদের [ উভয়বিধ ] জল মিলিত হইয়া যজ্ঞ নির্বাহ করে। এই জন্য উভয় জল চমসদ্বয়ে আনিয়া চমসদ্বয় সংযোগের সময় ঐ মন্ত্রপাঠের প্রযোজ্যতা। তৎপরে উভয় জল হোতার চমসে মিশান হয়। যথা—“আপো ন •••তদাহ” “আপোন দেবী উপয়ন্তি হোত্রিয়ম এই মন্ত্র বসতীবরী ও একধন [ উভয় ] জল হোতার চমসে সেচনের সময় [ পাঠ করিবে ]। সেই সময়ে “অবেরপোহধ্বর্য্য। উ”—অহে অধ্ব ", [ উভয় ] জল পাইয়াছ কি ? –এই মন্ত্রে হোতা অর্ধ্বমুর্যকে প্রশ্ন করেন। [ ঐ উভয় ] জলই যজ্ঞস্বরূপ ; [ সেই হেতু ] ঐ প্রশ্নে “ষজ্ঞকে পাইয়াছ কি ?” ইহাই জিজ্ঞাসা করা হয় । [ অনন্তর ] “উতেমনম্নমুং”—উহা ঠিকই পাইয়াছি –অধ্বধু এই উত্তর দেন। এই উত্তরে, “[অহে হোত৯] উহাই ( ঐ উভয়বিধ জলই ) তুমি দেখ, ইহাই বলা হয়। তৎপরে হোতা একটি নিগদ মন্ত্র অধ্বধুর্যর উদ্দেশে পাঠ করিয়া আসনহইতে উখান করেন। সেই নিগদ মন্ত্র -“তাস্ক প্রত্যুত্তিষ্ঠতি”। |