পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/২৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৬ d রামেন্দ্রম্বন্দর রচনাসমগ্র “অহে অধ্বষু বহুমান রুদ্রবান আদিত্যবান ঋভুমান বিভুমান বাজবান (অন্নযুক্ত ) বৃহষ্পতিবান বিশ্বদেব্যবান ইন্দ্রের উদ্দেশে, ঐ [ উভয়বিধ ] জলে মধুমান (মধুর ) বৃষ্টিপ্রদ তীব্র-( অবশুম্ভাবী )-ফলপ্রদ বহুল-অনুষ্ঠানযুক্ত সোমের অভিষব কর ; যে সোম পান করিয়া ইন্দ্র বৃত্রগণকে (শত্রুগণকে হত্যা করিয়াছিলেন, ভদ্বারা সেই যজমান উৎপন্ন পাপসমূহ হইতে উত্তীর্ণ হউন ; “ওঁ” এই মন্ত্র দ্বারা [ হোতা ] [ সেই উভয় জলের প্রত্যুখান করিবে। উভয়বিধ জলের অভ্যর্থনার জন্য এইরূপ প্রত্যুখনি বিধেয়, যথা—“প্রত্যুখেয়া বৈ“প্ৰত্যুখেয়া:”। [ এই উভয় ] জলের প্রত্যুখনি কৰ্ত্তব্য। কোন পূজ্য ব্যক্তি আগত হইলে [ লোকে তাহার সম্মানার্থ ] প্রত্যুত্থান করে ; এই জন্য উহাদেরও প্রত্যুখনি কর্তব্য | প্রত্যুত্থানের পর উহার অনুগমন কৰ্ত্তব্য, যথা—“অনুপৰ্য্যাবৃতা: অকুপ্ৰপত্তব্যম্’। উহাদের পশ্চাতে অনুগমনও কর্তব্য। পূজ্য ব্যক্তির পশ্চাতে অনুগমন করা হয় ; সেই জন্য উহাদের অনুগমন কৰ্ত্তব্য। { উক্ত নিগদ ] পাঠ করিতে করিতেই অমৃগমন কৰ্ত্তব্য । যদিও অন্য ব্যক্তি যাগ করে ( অর্থাৎ হোতা স্বয়ং যাগ করেন না, যজমানই যাগকৰ্ত্ত ), তথাপি [ এরূপ করিলে ] হোতা যশোলাভে সমর্থ হন ; সেই জন্য [ ঐ মন্ত্র ] পাঠ করিতে করিতেই অনুগমন কৰ্ত্তব্য। অনুগমনকালে পাঠ্য অন্য ঋকের বিধান—“অন্বয়ো-বুভুষেৎ “অন্বয়ো যন্ত্যধ্বভিঃ”ম এই মন্ত্র পাঠ করিতে করিতে অনুগমন করিবে। [ ঐ ঋকে ] জাময়ে অধ্বরীয়তাম্ পৃঞ্চতীর্মধুনা পয়ঃ” এই [ শেষাংশ ] যে ব্যক্তি মধুলাভের (সোমলাভের) অযোগ্য, সেও যশোলাভ ইচ্ছা করিলে [পাঠ করিবে } । ঐ ঋকের অর্থ— [ ঐ উভয় জল ] যজ্ঞ-সম্পাদনেচ্ছুগণের ভ্রাতৃস্থানীয় ও মাতৃসদৃশ হইয় আপনার জল মধুর (সোমরসের ) সহিত মিশ্রিত করিয়া পথে গমন করে। বিশেষ ফলকামনায় অন্যান্য ঋকের বিধান, যথা—“অস্থৰ্য্যা: ..পশুকাম?” তেজস্কামী ও ব্রহ্মবৰ্চসকামী “অন্থৰ্য্যা উপস্থৰ্য্যে যাভিৰ্ব স্বৰ্য্যঃ সহ”১০ এই মন্ত্র, এবং পণ্ডকামী “আপো দেবীরুপহীয়ে যত্র গাবঃ পিবস্তি নঃ”১১ এই মন্ত্র পাঠ করিবে। পূৰ্ব্বেfক্ত তিন মন্ত্রপাঠের ফল—“তা এতা:.এবং বেদ”। ঐ সকল কামনাপ্রাপ্তির জন্য ঐ সকল মন্ত্র ( ঐ তিনটি মন্ত্র ) পাঠ করিতে করিতে অনুগমন করিবে। যে ইহা জানে, সে ঐ সকল কামনাই প্রাপ্ত হয়। অন্ত দুই মন্ত্রের কালনির্দেশ–“এম .পরিদধাতি” । “এমা অঙ্কন রেবতীজীব ধন্তা”১২ এই মন্ত্র বস্তীবরী ও একধন [ বেদিতে ]