পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/২৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় পঞ্চিক ৮ম অধ্যায় ] ঐতরেয় ব্রাহ্মণ । רצ צ রাখিবার সময় পাঠ করিবে। [ বেদিতে ] স্থাপিত হইলে পর “অগিন্নাপ উশতীর্বহিরেদম্”১৩ এই মন্ত্র দ্বারা অনুবচন সমাপ্ত করিবে । S0S S BSBSBBS SSS SSS0SSS SBSBBSBS S BAAKBBA S S0S 0S0K0 S (৫) বেদির পাশ্বে নিদিষ্ট স্থানবিশেষের নাম চাত্বাল । (৬) ২৩৫৩ ৷ (৭) অগ্নিষ্টেমিষজ্ঞে ষোল জন ঋত্বিকৃ থাকেন। হোতা, ব্রহ্ম, অধ্যযু ও উদগাত, এই চারি জন প্রধান। তদ্ভিন্ন বার জন সহকারী ঋত্বিকের নাম যথাক্রমে— মৈত্রাবরণ, ব্রাহ্মণাচ্ছংসী, প্রতিপ্রস্থাত, প্রস্তোতা, অচ্ছাবাক, আগ্রীষ্ম,নেষ্ট,প্রতিহওঁ, গ্রাবস্তুং, পোতা, উম্নেতা, সুব্রহ্মণ্য। এই ষোল জন ঋত্বিকৃ ব্যতীত দশ চমসাধ্বযু ও কতিপয় পরিকম্মী ( পরিচারক ) আবশ্ব্যক হয় । (৮) চমস—চামচা। চমস দ্বারা সোমরসাদি গ্রহণ করা হয় । (৯) ১৷২৩৷১৬ | (১০) ১৷২৩৷১৭ | (১১) |ه دlه ها ه لا (ماد) || 8 دlه ت|ه د (ه د) || جواد نهاد তৃতীয় খণ্ড—উপাংশুগ্রহ–অন্তর্যামগ্রহ অপোনপত্রীয় পাঠের পর অধ্বযু উপাংশুগ্রহ ও অন্তর্যামগ্রহ হইতে সোমরস লইয়া হোম করেন ; তখন হোতা অমুচ্চস্বরে মন্ত্র পড়িবেন, যথা—“শিরো বা • • বিহুজেত” । এই যে প্রাতরঙ্কুবাক, ইহা যজ্ঞের মস্তকস্বরূপ ; উপাংশু ও অন্তর্যাম ( তন্নামক প্রহদ্বয়) প্রাণস্বরূপ ও অপানস্বরূপ ; এবং বাক্য বজ্রস্বরূপ। এই জন্য উপাংশু ও অন্তর্যাম আহুতি না হওয়া পৰ্য্যস্ত [ হোতা ] বাক্য ত্যাগ করিবে না (মৃদুস্বরে মন্ত্র পাঠ করিবে)। উপাংশু ও অন্তর্যাম নামক গ্রহদ্বয় হইতে আহবনীয়ে আহুতি দেওয়া হয়। ঐ সময়ে হোতা উচ্চে মন্ত্র পাঠ করিবেন না। এ বিষয়ে হেতু প্রদর্শন—“যদাহুতয়ে-বিস্বজেত” যদি উপাংশু ও অন্তর্যামের আহুতি না হইতেই বাক্য ত্যাগ করেন, তাহ হইলে [ হোত৷ ] বাক্যরূপ বজ্র দ্বারা যজমানের প্রাণ বহির্গত করেন। যদি সেই সময়ে কেহ হোতাকে বলে, ইনি বাক্যরূপ বজ্রদ্বারা যজমানের প্রাণ বহির্গত করিয়াছেন, অতএব প্রাণ ইহাকে (যজমানকে) পরিত্যাগ করিবে -তাহা হইলে অবস্থই তাহ ( যজমানের প্রাণহানি ) ঘটে। অতএব উপাংশু ও অন্তর্যামের আহুতি না হইলে বাক্য ত্যাগ করিবে না।