পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/২৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ుశి 8 রামেন্দ্রম্বন্দর রচনাসমগ্র ইচ্ছা করিয়া রাজা সোমকে কে অগ্ৰে পান করিবে, তাহা নিরূপণে সমর্থ হন নাই । তাহারা [ প্রথম পান ] সম্পাদনে প্রবৃত্ত হইয়া বলিলেন, আচ্ছা, আমরা [ কোন নির্দিষ্ট ] লক্ষ্য-অভিমুখে দৌড়িব ; ষে আমাদের মধ্যে জয় লাভ করিবে, সেই প্রথমে সোম পান করিবে। তাহাই হউক, বলিয়া তাহার। লক্ষ্যাভিমুখে দৌড়িয়াছিলেন। লক্ষ্যমুখে ধাবনে প্রবৃত্ত র্তাহাদের মধ্যে প্রথমে বায়ু, তৎপরে ইন্দ্র, তৎপরে মিত্র ও বরুণ, তৎপরে অশ্বিস্বয় সেই লক্ষ্য স্থলে উপস্থিত হইয়াছিলেন । সেই ইন্দ্র যখন বুঝিলেন, বায়ুই সকলকে জয় করিলেন, তখন তিনি বায়ুর পশ্চাৎ ধাবিত হইয়া বলিলেন, আমরা উভয়েই একসঙ্গে জয় লাভ করি ; [ অতএব আমাদের সমান ভাগ হউক ] ; তখন সেই বায়ু বলিলেন—না, আমিই জয় লাভ করিব । [ ইন্দ্র বলিলেন ] আমার তৃতীয় ভাগ হউক, তাহা হইলেই আমাদের [ একসঙ্গে ] জয়লাভ হইবে। সেই বায়ু বলিলেন—না, আমিই জয়লাভ করিব । [ ইন্দ্র বলিলেন ] আমার চতুর্থ ভাগ হউক, তাহা হইলেই আমাদের একসঙ্গে জয়লাভ হইবে। তাহাই হউক, বলিয়া বায়ু ইন্দ্রকে চতুর্থ ভাগে স্থাপন করিলেন। সেই হেতু বায়ু তিন অংশের ও ইন্দ্র চতুর্থাংশের ভাগী হইয়াছেন।২ এইরূপে ইন্দ্র ও বায়ু উভয়ে একসঙ্গে, [ তৎপরে ] মিত্র ও বরুণ একসঙ্গে ও [ তৎপরে ] অশ্বিদ্বয় একসঙ্গে জয়লাভ করিয়াছিলেন। র্তাহাদের জয়লাভের [ ক্রম- ] অনুসারে এই [ সোম ] প্রথমে ইন্দ্র ও বায়ুর, পরে মিত্রাবরুণের, পরে অশ্বিদ্বয়ের ভক্ষণীয় হইয়াছিল । সেইজন্য [ প্রথমে ] ঐন্দ্ৰবায়ব গ্রহ গ্রহণ করা হয় ; তাহাতে ইন্দ্রের ভাগ চতুর্থাংশ। ঋষি তাহাই দেখিতে পাইয়া নিযুত্ব। ইন্দ্রসারথি:"ত এই মন্ত্র বলিয়াছিলেন। সেই জন্যই আবার ঐ যে ইন্দ্র, তিনি যেন [ বায়ুর ] সারথি হইয়াই [সোমের চতুর্থাংশ মাত্র ] পাইয়াছিলেন। এই দৃষ্টাস্তক্রমেই একালেও ভরতগণ ( যোদ্ধার)৪ সত্বগণের (সারথিদের ) বেতন ব্যবস্থা করেন ও সারথিরাও । জয়লব্ধ ধনের ] চতুর্থ ভাগই নিজের প্রাপ্য ] কহিয়া থাকেন। eAMMAGSASAS SSAS SSAS SSAS SSAS -----------------------------سس-- --------------------------- (১) কুর্য্যোদয়ের পূর্বে উপাংশুগ্ৰহ হইতে ও স্থৰ্য্যোদয়ের পর অন্তর্ষামগ্রহ হইতে সোমাহুতি হয়। তৎপরে অন্য কতিপয় অনুষ্ঠানের পর ঐক্সবায়ুবাদি গ্ৰহ হইতে আহুতি হয়। প্রথমে ঐক্সবায়ব, পরে মৈত্রাবরুণ, পরে আশ্বিন গ্রহের হোম। এই তিনটি গ্রহ প্রত্যেকে দুই দুই দেবতার উদ্দিষ্ট বলিয়৷ ইহাদিগকে দ্বিদেবত্য গ্রহ বলে। (২) ঐন্দ্রবায়ব গ্রহ হইতে সোমরসের অৰ্দ্ধ অংশ লইয়া অধ্বষু প্রথমে কেবল বায়ুর উদ্দেশে হোম করেন। পরে অন্ত অৰ্দ্ধাংশ বায়ু ও ইন্দ্র উভয়ের উদ্দেশে হোম করেন। কাজেই ইন্দ্রেয় ভাগ একচতুর্থাংশ মাত্র। (৩) “শতেন নো অভিষ্টিভিঃ নিযুত্ব ইগ্রসারথিঃ