পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/২৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় পঞ্চিকা ঃ ১২শ অধ্যায় ] ঐতরেয় ব্ৰাহ্মণ Soo পাশ হইতেও সকল স্বাণু ( কাষ্ঠনির্মিত অস্ত্র) হইতে মুক্ত হইয়া স্বত্তি দ্বার স্বত্যু হইতে মুক্তি লাভ করিয়াছিলেন। যে ইহা জানে, সেই হোতাও স্বস্তি দ্বারা পূর্ণায়ু হইয়া পূর্ণায়ু লাভের জন্ত মুক্ত হন ও পূর্ণ আয়ু লাভ করেন। (১) “প্র বো দেবায় অগ্নয়ে” এই অমুটুভ, দ্বারা। (২) “বায়বায়াহি” ইত্যাদি একুশটি মন্ত্র প্রউগশস্ত্র। পূর্বে দেখ। (৩) মাধ্যদিন সবনে মরুত্বতীয় শস্ত্রপাঠের পূৰ্ব্বে “উচ্চ তে জাতমন্ধসঃ” ইত্যাদি (সামবেদসংহিতা ২২২-২৪) সামস্বীর মাধ্যম্বিন পবমান স্তোত্র গীত হয়। (৪) মাধ্যদিন সবনে মরুত্বতীয় শস্ত্র ও তৎপরে নিস্কেবল্য, শস্ত্র পঠিত হয়। নিস্কেবল্য শস্ত্রে অনেকগুলি বৃহতী ছন্দের মন্ত্র আছে। তন্মধ্যে তিনটি মন্ত্র নিস্কেবল্য শস্ত্র পাঠের পূৰ্ব্বে স্তোত্রস্বরূপে সামগায়ী উদগাতৃকর্তৃক গীত হয়। ঐ ঋকৃত্ৰয়ের নাম স্তোত্রিয়। (৫) প্রাতঃস্বনে আজ্যশস্ত্রের পূর্বে বহিষ্পবমানন্ডোত্র, মাধ্যদিন সবনে মরুত্বতীয় ছন্দের পূৰ্ব্বে মাধ্যদিন পবমানস্তোত্র ও তৃতীয় সবনে বৈশ্বদেব শস্ত্রের পুৰ্ব্বে অর্ডিব পবমান স্তোত্র গীত হয়। (৬) “তৎসবিতুত্ত্বশীমহে” ইত্যাদি অল্পষ্টুভে বৈশ্বদেবশস্ত্রের স্থজপাঠ আরম্ভ হয়। (৭) তৃতীয় সবনে আগ্নিমারুত শস্ত্রের পূৰ্ব্বে “ষজ্ঞ যজ্ঞ বে। অগ্নয়ে” ইত্যাদি নামে বজ্ঞাষঙ্গীয় স্তোত্র গীত হয়। (সামসংহিতা ২৫৩-৫৪ ) (৮) “বৈশ্বানরায় পৃথুবাজসে” ইত্যাদি বৈশ্বানরীয় হুক্ত অগ্নিমারুতশস্ত্রে পঠিত হয়। চতুর্থ খণ্ড—মরুত্বতীয়শস্ত্র মরুত্বতীয়শস্ত্রের অন্তর্গত প্রতিপং ও অন্থচয়, ইহাদের প্রত্যেকে তিনটি ঋক । তৎপরে দুইটি প্রগাথ—ইন্দ্রনিহবপ্রগাথ ও ব্রহ্মণস্পতিপ্রগাথ। তৎসম্বন্ধে আখ্যায়িকা —“ইন্দ্রো বৈ এবং বেদ” । পুরাকালে ইন্দ্র বুত্রকে বধ করিয়া, আমি উহাকে বধ করিতে পারি নাই, এই মনে করিয়া দূরদেশে চলিয়া গিয়াছিলেন ও পরে তাহা হইতে দূরতর দেশে গিয়াছিলেন। অল্পইপই সেই দূর হইতেও দূরতর দেশ এবং বাক্যই অল্পষ্টুপ, । সেই ইন্দ্ৰ বাক্যে প্রবেশ করিয়া শয়ন করিয়াছিলেন। ভূতসকল [ বিভিন্ন দলে ] বিভক্ত হইয়। ইন্দ্রকে অন্বেষণ করিয়াছিল। পিতৃগণ [ ষাগের ] পূৰ্ব্বদিনে তাহাকে দেখিতে পাইয়াছিলেন ও দেবগণ পরদিনে দেখিতে পাইয়াছিলেন। সেই জঙ্ক পূৰ্ব্বদিমে (জৰাবাস্তায় ) পিতৃগণের উদেশে অনুষ্ঠান হয় ও পরদিনে (প্রতিপদে ) দেবগণের शांनं एग्न । ।