পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/২৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় পঞ্চিকা ঃ ১২শ অধ্যায় ] ঐতরেয় ব্রাহ্মণ » ላŠ ̆ ও যেখানে যেখানে বীৰ্য্য দেখাইয়াছিলেন, তাহা সম্যকৃরূপে জানাইয়া ইন্দ্রের সহিত এই মরুদগণকে সোমপানভাগী করা হয়। (১) ৮৯৬৭ ঐ মন্ত্রের ঋষি মারুত অথবা তিরশীঃ । (২) ৩,৪৭৪ এই মন্ত্রটি মরুত্বতীয় শস্ত্রান্তে পাঠ্য যাজ্য। দশম খণ্ড—নিস্কেবল্য শস্ত্র নিস্কেবল্য-শস্ত্র বিষয়ে আখ্যায়িকা—“ইন্দ্রে বৈ.ঈক্ষতৈব” পুরাকালে ইন্দ্র বৃত্রকে বধ করিয়া ও সকল বিষয়ে জয় লাভ করিয়া প্রজাপতিকে বলিয়াছিলেন, তুমি [ এখন ] যাহা আছ, আমিও তাঁহাই হইব, আমিও মহান হইব। সেই প্রজাপতি তোহাকে] বলিলেন, তাহা হইলে কোহহম”—আমি কে হইব ? ইন্দ্র বলিলেন, তুমি যাহা বলিলে, তাহাই হইবে। সেই অবধি প্রজাপতির নাম “ক” হইল। প্রজাপতির নাম ক। এবং ইন্দ্র যে মহান হইয়াছিলেন, তাহাই মহেঞ্জের মহেন্দ্রতই । তিনি মহান হইয়া দেবতাগিকে বলিলেন, তোমরা আমার জন্য পূজার নির্দেশ কর । যে বড় হয়, যে শ্রেষ্ঠতা লাভ করে; সে মহান হয়, সে এখনও ঐরূপ ইচ্ছা করে। দেবগণ র্তাহাকে বলিলেন, তোমার যাহা [ নির্দিষ্ট ] হইবে, তাহা তুমি নিজেই বল। তিনি বলিলেন, ঐ মাহেক্স গ্রহ, আর সবনমধ্যে মাধ্যদিন সবন, শস্ত্রমধ্যে নিস্কেবল্য, ছনোমধ্যে কিছুপ, সামের মধ্যে পৃষ্ঠ। তখন দেবগণ র্তাহার জন্ত সেই সকলই উপহার নিদিষ্ট করিয়াছিলেন। মে ইহা জানে, তাহার জন্যও উপহার निर्मिछे ट्ध्न । সেই ইন্দ্রকে দেবগণ বলিলেন, তুমি সকলই [ নিজের জন্য ] বলিলে, আমাদেরও কিন্তু ইহাতে [ তাগ ] রন্থক। তিনি বলিলেন, না তোমাদের [ ভাগ ] কিরূপে থাকিবে ? দেবগণ র্তাহাকে [ আবার ] বলিলেন, আহে মধবা, আমাদেরও [ ভাগ ] রন্থক। তখন ইন্দ্র তাহাদের প্রতি দৃষ্টিক্ষেপ করিলেন। (১) প্রজাঅতির নাম ক। পূৰ্ব্বে দেখ। শ্রত্যন্তরে—ক ইদং কৰ্ম্ম অদাদিত্যাহ প্রজাপতির্বৈ ক: প্রজাপতয় এব তদাতি । (২) ইন্দ্রের মহেন্দ্রত্বের কারণ শ্রত্যস্তর, DDSBBS DDDDD DDS BB BBBB BBB B BBBBB BB BBBBi ইতি তন্মহেন্দ্রস্ত মহেন্দ্রতম্”। (৩) মাধ্যদিন সবনে পবমান স্তোত্র গানের পর রধারাদি ষে চান্ধিটি স্তোত্রগীত হয়, উহারাই পৃষ্ঠন্তোত্র।