পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/২৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় পঞ্চিকা ঃ ১২শ অধ্যায় ] ঐতরেয় ব্রাহ্মণ ج۹ د হউক। সেই দেবগণ বলিলেন, তেত্রিশ-অক্ষর-যুক্ত যে বিরাট, তাহাই নিস্কেবল্যের যাজ্য হউক । দেবতা তেত্রিশ জন,—অষ্ট বন্ধ, একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, প্রজাপতি ও বষট কার। এতদ্বারা দেবতাগণকে অক্ষরের ভাগী করা হয়। দেবতারা (তেত্রিশ জনে ) এক একটি অক্ষর অনুসারে [ সেমি ] পান করেন। দেবপাত্রদ্বারাই এভদ্বার দেবতাদের তৃপ্তি হয় । হোতা ষে ৰজমানের সম্বন্ধে ইচ্ছা করিবেন, এ ব্যক্তি আশ্রয়হীন হউক, তাহার পক্ষে বিরাট ছাড়িয়া গায়ত্রী বা ত্রিইপ, বা অন্ত ছন্দে যাজ্যামন্ত্র করিবেন ও পরে] বষট কার করিবেন। এতদ্বারা তাহাকে আশ্রয়হীন করা হইবে। যাহার সম্বন্ধে ইচ্ছা করিবেন, এ ব্যক্তি আশ্রয়যুক্ত হউক, তাহার পক্ষে “পিবা সোমমিন্দ্র মন্তু ত্ব।”৬ ইত্যাদি বিরাট দ্বারা যাজ্যামন্ত্র করিবেন। এতদ্বারা তাহাকে আশ্রয়যুক্ত করা হইবে। (১) রাজাদিগের তিন শ্রেণীর পত্নী থাকিত। উত্তমজাতীয় পত্নীর নাম মিহিষী, মধ্যমজাতীয়ার নাম বাবাতা, অধমজাতীয়ার নাম পরিবৃক্তি। (২) ১০।৭৪৬ এই মন্ত্রটি নিস্কেবল্য শস্ত্রে ধাৰ্য্যামন্ত্ররূপে প্রক্ষিপ্ত হইয়া থাকে। (৩) শাখাস্তয়ে “ইন্দ্রাণী বৈ সেনায় দেবতা”। (৪) প্রজাপতি ইন্দ্রের জন্মদাতা, যথা শ্রত্যস্তরে—“প্রজাপতিরিশ্রমস্বল্পতাহজাবরং দেবানাম।” () "পিব সোয়নিক্স" ইত্যাদি বিরাট, ছন্দের মন্ত্র নিস্কেবল্যশস্ত্রের যাজ্য। নিম্নে দেখ। (৬) ৭২২১ । দ্বাদশ খণ্ড—নিস্কেবল্য শস্ত্র নিস্কেবল্য শস্ত্রের সহিত তৎপূৰ্ব্বে গীত সামের সম্বন্ধ বিচার—“ঋকৃ চ.এবং বেদ” অগ্রে ঋকৃ ও সাম এতদুভয় [ পৃথকৃ ] ছিল। [ সাম এই নামমধ্যে ] “সা” এই নামে ঋকৃ ছিল আর "অম” এই নামে সাম ছিল। সেই ঋকৃ সামের নিকট গিয়া বলিল, আমরা প্রজোৎপত্তির জন্য মিথুন (সংযুক্ত ) হইব। তাহাতে সাম বলিল, না, আমার মহিমা তোমার অপেক্ষা অধিক। তখন সেই ঋক্ দুইটি হইয়া [ আবার ] তাহাকে বলিল। তাহাজের নিকটও সেই সাম সম্মত হইল না। তখন সেই ঋকৃ তিনটি হুইয়া [ আবার ] তাহাকে বলিল। তখন সেই তিনটির সহিত গাম সংযুক্ত হইল। যেহেতু তিনটি খকের সহিত সাম সংযুক্ত হইয়াছিল, সেই হেতু তিনট ( তিন-ঋকৃ-যুক্ত) মন্ত্র দ্বারা [উদগাতার J শুব করেন, তিনটি দ্বারা উদগাতার कार्षी कtइन, ७६९५क'ि नांव उिन िभएकब्र नश्ङि छूजा श्छ। ८ग३`बछ ५क পুরুষের বহু পত্নী হইয়া থাকে, কিন্তু এক স্ত্রীর বহু পতি এক সঙ্গে হয় না। যেহেতু স৷