পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৩০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

እግ8 রামেক্সম্বন্দর রচনাসমগ্র এবং আম উভয়ে সংযুক্ত হইয়াছিল, তাহাতেই সাম হইয়াছিল। ইহাই সামের সামন্ত্ৰ। যে ইহা জানে, সে “গামন” (সৰ্ব্বত্র সমান বা সমদৃষ্টি ) হয়। ষে বড় হয়, যে শ্রেষ্ঠত লাভ করে, সেই সামন হয় ; নতুবা “অসামগু” ( অসমদূষ্টি বা পক্ষপাতী ) বলিয়া নিন্দিত হয়। সেই [ শস্ত্রের ] পাঁচটি অঙ্গ ও সামের ] পাঁচটি অঙ্গ পৃথকৃ ভাবে কল্পিত হয় ; যথ। [ ১ ] [শস্ত্রাঙ্গ ] জাহাব ও [ সামাঙ্গ ] হিঙ্কার ; [ ২ ] [ সামাঙ্গ ] প্রস্তাব ও [ শস্ত্রাঙ্গ ] প্ৰথম ঋক্ ; [ ৩ ][ সামাঙ্গ ] উদগীথ ও [ শস্ত্রাঙ্গ ] মধ্যম ঋক্ ; [ ৪ ] [ সামাঙ্গ ]প্রতিহার ও শস্ত্রাঙ্গ ] অস্তিম ঋক্ ; [ t ] [ সামাঙ্গ ] নিধন ও [ শস্ত্রাঙ্গ ] বষটকারই । এই শস্ত্রাঙ্গ ] পাঁচটি ও সামাঙ্গ ] পাঁচটি পৃথকৃ পৃথকৃ ভাবে যে কল্পিত হয়, সেই জন্য যজ্ঞকে পাঙত্ত (পঞ্চসংখ্যাম্বিত ) বলে ও পশুগণকেও পাঙজ (মন্তক ও চারি প, এই পঞ্চাঙ্গযুক্ত ) বলে। যেহেতু এই [ পাচ ] শস্ত্র ও পাচ ] সাম একৰোগে দশিনী ( শাক্ষরযুক্ত ) বিয়াটের সমান হয়, সেই জন্য ষজ্ঞকে দশিনী বিয়াটে প্রতিষ্ঠিত বলা হয়। নিস্কেবল্য শস্তের আরম্ভে পাঠ্য ] স্তোত্রিয় ঋক্ তিনটি আত্মার ( আপনার ) স্বরূপ ; আমুরূপ নামক তৎপরবর্তী ঋক্ তিনটি প্রজাস্বরূপ ; [ শস্ত্রে প্রক্ষিপ্ত ] ধাৰ্য্যামন্ত্র পত্নীস্বরূপ ; প্রগার্থ পশুস্বরূপ ; আর সুক্ত গৃহস্বরূপ। যে ইহা জানে, সে ইহলোকে ও পরলোকে প্রজা সহিত ও পণ্ড সহিত গৃহমধ্যে বাস করে । (১) এ স্থলে নিস্কেবল্য শস্ত্রে গেয় স্নথস্তর সামের উল্লেখ হইতেছে। দুইটি ঋকৃকে তিনটিতে পরিণত করিয়া এই সাম গঠিত হয়। ( সামসংহিতা ২৩°৩১) (২) নিস্কেবল্য শস্ত্রে আহাবাস্তে তিনটি ঋকে যাজ্য গঠিত হয়। যাজ্যান্তে বষটুকার হয়। ঋকুঞ্জয়ের নাম স্তোত্রিয় Jচ। শস্ত্রের এই পাঁচটি অঙ্গ। তদনুসারে শস্ত্র সহকারে গের সামেরও পাচটি অঙ্গ। প্রথমাঙ্গ হিস্কার অর্থাৎ "হিমু এই শব্দ উচ্চারণ। দ্বিতীয় অঙ্গ প্রস্তাব ; এই অংশ প্রস্তোত গান করেন। তৃতীয় অঙ্গ উদগীধ, উদগতি৷ গান করেন। চতুর্থ অঙ্গ প্রতিহার ; ইহা প্রতিহওঁ। গান করেন। পঞ্চম অঙ্গ নিধন । ইহা তিন জনে মিলিয়া গান করেন।