পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৩১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অষ্টম খণ্ড—তৃতীয় সবন—ঘৃতযাগ ও সৌম্যযাগ তৃতীয় সবনে সোমের উদ্দেশে চকুহোম ও তাহার পূৰ্ব্বে ও পরে অগ্নি ও বিষ্ণুর উদ্দেশে যথাক্রমে ঘৃতহোম হয় ; তদ্বিবয়ে যাজ্যাদি বিধান, যথা—“আগ্নেয়ী...হরস্তি” প্রথম স্থতহোমের যাজ্যামন্ত্র অগ্নিদৈবত ; সোমের উদ্দিষ্ট [sরু হোমের ] যাজ্যমন্ত্র সোমদৈবত ; [ তৎপরবর্তী ] স্থতহোমের যাজ্যামন্ত্র বিষ্ণুধৈবত ॥১ “ত্বং সেমি পিতৃভিঃ সংবিধানঃ এই পিতৃশব্দযুক্ত মন্ত্রকে সোমের উদ্দিষ্ট যাগে যাজ্য করিবে। ঋত্বিকের যে সোমের অভিষব করেন, উহাতে সোমকে বধ করা হয়। এই যে সোমের উদ্দিষ্ট চরু, ইহাকে সেই [ মৃত ] সোমের অগুস্তরণী গাভী-স্বরূপ করা হয়। সেই অমুস্তরণী পিতৃগণের যোগ্য। এই হেতু পিতৃ-শক-যুক্ত সোমের উদিষ্ট যাজ্য করা হয় । [ ঋত্বিকের। ] সোমের যে অভিষব করেন, তাহাতে সোমকে বধ করা হয়। সেই জন্য ইহাকে [ ঘৃত দ্বারা ও চরু দ্বারা ] বদ্ধিত করা হয়। উপসৎসকলম্বারা তাহাকে পুনরায় প্রত করা হয়। এই ষে অগ্নি, সোম ও বিষ্ণু দেবতা, ইহারাই উপসদের স্বরূপ ॥৪ হোতা সোমের উদ্দিষ্ট চরু [ অধ্যযুরি নিকট হইতে ] গ্রহণ করিয়া ছন্দোগগণের (উদগাতৃগণের )[ গ্রহণের ] পূৰ্ব্বে [ চরুমধ্যস্থ স্থতে আপনার দেহচ্ছায়া প্রতি ] দৃষ্টি নিক্ষেপ করিবে ; এ বিষয়ে কেহ কেহ [ দৃষ্টিক্ষেপের পূর্বেই ] ছন্দোগগণকে চকু দান করেন। কিন্তু সেরূপ করিবে না । [ হবিঃশেষ ভক্ষণকালে ] বষট্ কৰ্ত্ত ( হোতা ) সকলের প্রথমে সকল ভক্ষ্য ভক্ষণ করেন, এইরূপ বলা হয়। সেই হেতু সেইরূপে বযটুকর্তাই পূৰ্ব্বে দৃষ্টিক্ষেপ করিবেন ও [ পরে ] ছন্দোগদিগকে [ ভক্ষণার্থ ] প্রদান করিবেন। (১) “য়ু ভহিবনে ঘূতপৃষ্ঠে অগ্নিঃ” এই মন্ত্র অগ্নিৰ উদ্দিষ্ট ঘৃতহোমের যাজ্য। “ত্বং সোম পিতৃভিঃ” এই মন্ত্র সোমের উদ্দিষ্ট চরুহোমের যাজ্য ; উরু বিষ্ণে বিক্রমস্ব* এই মন্ত্র বিষ্ণুর উদ্দিষ্ট ঘৃতহোমের যাজ্য। প্রথম ও তৃতীয় মন্ত্র আখলায়ন দিয়াছেন। (৫।১৯ ) ২। ৮৪৮১ও। (৩) মৃত ব্যক্তিকে দহন করিবার সময় এক বৃদ্ধ গাভী হত্যা করিয়া উহার অবয়ব স্বতের অবয়বে রাখিয়া একত্র দহন করিতে হয়, এইরূপ বিধি আছে। মৃতের অনুমরণার্থ হিংসিত হয় বলিয়া ঐ গাভীর নাম অমুস্তরণী । উহ! পিতৃলোকের যোগ্য। (সায়ণ ) (৪) উপসৎ দেখ।