পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৩২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"Σ, 28 রামেঞ্জস্বন্দর রচনাসমগ্র ও তৃতীয় সবন, এই তিন সবন। (৩) অগ্নিষ্টোমে স্তোত্রসংখ্যা বারটি, ৰহিষ্পবমান, মাধ্যদিন পবমান, আর্তবপবমান—এই তিন পৰমান স্তেfত্র, চারিটি আজ্যস্তোত্র ও চারিটি পৃষ্ঠস্তোত্র ও একটি যজ্ঞাযঞ্জীয় স্তোত্র। শস্ত্রসংখ্যাও বারটি, যথা—আজ্য, প্ৰউগ, নিস্কেবল্য, মরুত্বতীয়, বৈশ্বদেব, অগ্নি-মারুত, হোতৃপাঠ্য এই ছয়টি ও ত দ্ব্যতীত হোত্ৰকপাঠ্য তদনুরূপ আর ছয়টি। সৰ্ব্বসাকল্যে স্তোত্র ও শস্ত্রের সংখ্যা চব্বিশ । (৪) উকৃথ্য, ষোড়শী, অতিরাত্র, অহীন সন্ত্র প্রভৃতি সকল সোমবাগই অগ্নিষ্টোমের বিকৃতি । দ্বিতীয় খণ্ড—অগ্নিষ্টোম অগ্নিষ্টোমের পুনরায় প্রশংসা, যথা—“দীক্ষণীয়েটিঃ...অপ্যেতি” [ অগ্নিষ্টোমের আরম্ভে ] দীক্ষণীংেষ্টি অনুষ্ঠিত হয় ; তদনুসারী যে সকল ইষ্টি, তাহারা সকলেই অগ্নিষ্টোমে প্রবেশ করে। 2 [ দীক্ষণীয়েটিতে ] ইড়ার উপাহান হয় ; পাকষজ্ঞসকলত ইড়াসদৃশ। যে সকল পাকঘজ্ঞ ইড়ার অনুসারী, তাহারাও সকলে অগ্নিষ্ট্রোমে প্রবেশ করে। সায়ংকালে ও প্রাতঃকালে অগ্নিহোত্র হোম করা হয় ; [ দীক্ষিত ব্যক্তি ] সায়ংকালে ও প্রাতঃকালে ব্রত প্রদান করেন। অগ্নিহোত্র হাম স্বাহ উচ্চারণ সহকারে হয় ; ব্রত প্রদানও সেইরূপ স্বাহ উচ্চারণ সহ হইয়। থাকে । এই স্বাহকারেরই অনুসরণ করিয়া অগ্নিহোত্রও অগ্নিষ্টোমে প্রবেশ করে।" [ অগ্নিষ্টোমান্তর্গত ] প্রায়ণীয় ইষ্টতে পোনেরটি সামিধেনী মন্ত্র বিহিত ; দৃশ ও পূর্ণমাসেও সামিধেনী মন্ত্র ] পোনেরটি। এই হেতু দর্শ-পূর্ণমাসও প্রায়ণীয়ের অনুসারী হওয়ায় অগ্নিষ্ট্রোমেই প্রবেশ করে। [ অগ্নিষ্টোমে ] রাজা লোমকে ক্রয় করা হয়। রাজা লোম ঔষধস্বরূপ ; যাহার চিকিৎসা করা হয়, ওষধিদ্বারাই তাহার চিকিৎসা হয়। ষে সকল ভেষজ ( ঔষধ ) এইরূপে ক্রীয়মাণ রাজা সোমের অস্থযায়ী, তাহারাও সকলে অগ্নিষ্ট্রোমে প্রবেশ করে। [ অগ্নিষ্ট্রোমগত ] আতিথ্য কৰ্ম্মে অগ্নির মন্থন হয়। চতুর্মান্তেও অগ্নির মন্থন হয়। আতিথ্যের অনুসারী হওয়ায় চাতুর্মান্ত সকলও অগ্নিষ্টোমে প্রবেশ করে। প্রবর্গ্য যজ্ঞে দুগ্ধ দ্বারা হোম ] সম্পাদিত হয়। স্বাক্ষায়ণ যজ্ঞেও দুগ্ধ দ্বারা { হোম সম্পাদিত ] হয়। প্রবর্গ্যের অনুযায়ী হওয়ায় দাক্ষায়ণ যজ্ঞ অগ্নিষ্টোমে প্রবেশ কল্পে । 甲s উপবসঞ্চদিনে পণ্ডকৰ্ম্ম বিহিত হয়। যে সকল পণ্ডবন্ধ তাহার অনুসারী, তাহারাও অগ্নিটোমে প্রবেশ করে।