পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৩৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శి a রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র অগ্নিষ্টেrমবিহিত দ্বাদশ শস্ত্রের অতিরিক্ত তিনটি শস্ত্র তৃতীয় সবনে পঠিত হয় ( পূৰ্ব্বে দেখ ) ; ষোড়শীতে সেই তিনটির পরে ষোড়শী শস্ত্র পাঠ করা হয়। (৩) অগ্নিষ্টোমে বারটি শস্ত্র, উকৃথ্যে পোনেরটি, ষোড়শীতে আরও একটি শস্ত্র বিহিত ; এইটি ষোড়শ শস্ত্র। এই যাগে ষোড়শ গ্ৰহ হইতে সোমাহুতি হয় এবং তৎকালে ঐ ষোড়শ শস্ত্র পঠিত ও ষোড়শ স্তোত্র গীত হয়। ষোলটি গ্রহ, ষোলটি স্তোত্র, ষোলটি শস্ত্র আছে বলিয়া উহার নাম ষোড়শী (ষোড়শযুক্ত ) ক্রতু। ষোড়শ শস্ত্রের অন্তর্গত “কিং চাস্ত মদে জরিত:" ইত্যাদি নিবিদের ষোলটি পদ। (৪) “অসাবি সোম ইন্দ্র ভে” ( ১৮৪১-৬ ) ইত্যাদি ছয়টি অটুটুপ ছন্দের মন্ত্র লইয়া ষোড়শী শস্ত্রের আরম্ভ। অল্পইভের অক্ষরসংখ্যাও ষোলর দুই গুণ। কাজেই অঙ্গুষ্টুভের সহিত এই যাগের বিশেষ সম্বন্ধ। ষোড়শী-শস্ত্রে বিহৃত ও অবিহৃত দুইরূপ পাঠ আছে। অবিহৃত পাঠে ঐ মন্ত্র। বিহৃত পাঠের মন্ত্র আশ্বলায়ন দিয়াছেন ( ৬৩১ ) ; তাহার প্রথম মন্ত্রের প্রথমার্দ্ধে বোল অক্ষয়, কিন্তু দ্বিতীয়াদ্ধে আঠার অক্ষর। যথা—“ইন্দ্র জুষস্ব প্রবহায়াহি শূৰ হয়ী ইহ। পিব স্বতন্ত মতিন মধ্ব শুকানশ্চাঞ্চর্যায়।” দ্বিতীয় চরণের অতিরিক্ত অক্ষরদ্ধয় বাগ দেবতার স্তনের সহিত উপমিত হইল। দ্বিতীয় খণ্ড—ষোড়শী শস্ত্র ষোড়শী শস্ত্রে বিহিত সাম, যথা—“গোরিবীতং...স্তুবতে” তেজস্কামী ও ব্রহ্মবর্চ সকামী [ যজমান ] গৌরিবীত মন্ত্রকে ষোড়শী সাম করিবে। গৌরিবীত মন্ত্রই তেজ ও ব্রহ্মবৰ্চল। যে ইহা জানিয়া গৌরিবীত মন্ত্রকে ষোড়শী সাম করে, সে তেজস্বী ও ব্রহ্মবৰ্চলসম্পন্ন হয়। কেহ কেহ বলেন, নানদ২ মন্ত্রকেই ষোড়শী সাম করিবে । একদা ইন্দ্র বৃত্রের প্রতি বজ্র উদ্যত কয়িয়া প্রহার করিয়াছিলেন । আহত হইয়া বৃত্র উচ্চ নাদ (শব ) করিয়াছিল। সেই উচ্চ নাদ হইতে নানদ সাম হইয়াছিল। ইহাই নানদের নানয়ত্ব। এই যে নানদ সাম, শক্রহীন ও শত্রুঘাতী। যে ইহা জানিয়া নানদকে ষোড়শী সাম করে, সে শত্রুহীন ও শত্রুঘাতী হয়। যদি নানদকে সাম করা হয়, তাহা হইলে ষোড়শী শস্ত্র অবিহৃত ভাবেও পাঠ করিবে ; কেন না, [ উদগfতারাও ] অবিহৃত করিয়াই ষোড়শী স্তোত্র [ গান ] করেন। আর যদি গৌরিবীতকে সাম করা হয়, তাহা হইলে ষোড়শী শস্ত্র বিহৃতভাবে পাঠ করিবে ; কেন না, [ উদগীতারাও ] বিহৃত করিয়াই ঐ স্তোত্র [ গান ] করেন। (১) গোরিবীত ঋষি-দৃষ্ট “অভি প্র গোপতিং গির” (৮৬৯৪ ) মন্ত্র হইতে উৎপন্ন লামের নাম গৌরিবীত লাম। ষোড়শী ৰাগে উহাই ষোড়শী স্তোত্রমধ্যে গীত হয়।