পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৩৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ পঞ্চিকা ঃ ১৬শ অধ্যায় ] ঐতরেয় ব্রাহ্মণ _ ૨: c প্রত্যেক চরণের আদিভে পঞ্চাক্ষর । উপসর্গ বসাইলে অক্ষরসংখ্যা ষোলটি হয়। চারি চরণের আদিতে চারিটি উপসর্গ যথাক্রমে বসাইলে যাজ্যামন্ত্রের অক্ষরসংখ্যা চৌষট্টি হয় ও যাজ্য মন্ত্রটি দুইটি অল্পইভের সমান হয় । পঞ্চম খণ্ড—অতিরাত্র ষোড়শী ক্রতুর বিবরণ সমাপ্ত হইল। অতঃপর অতিরাত্র, যথা—“অংর্বৈ... অপি- বর্বরত্বম”। একদা দেবগণ দিবসকে আশ্রয় করিয়াছিলেন ও অস্বরের রাত্রি আশ্রয় করিয়াছিল। র্তাহারা উভয়ে ] সমানবীৰ্য্য হইয়াছিলেন ও কেহ কাহাকেও পরাভূত করিতে পারেন নাই। ইন্দ্র বলিলেন, কে আমার সহিত [ একযোগে ] এই অস্থরদিগকে এই রাত্রি হইতে অপসারিত করিবে ? কিন্তু তিনি দেবগণের মধ্যে কাহাকেও দেখিতে পাইলেন না। রাত্রির অন্ধকারকে তাহারা মৃত্যুর মত ভয় করিয়াছিলেন। সেই নিমিত্ত এখনও লোকে রাত্রিবালে [ গৃহ হইতে ] কিঞ্চিৎ বাহিরে জাসিয়াই ভয় পায় ; [ কেন না ] রাত্রি অন্ধকার এবং মৃত্যুরই মত । কেবল ছন্দের ইন্দ্রের অনুগমন করিয়াছিল। সেই জন্য ইন্দ্র এবং ছন্দোগণ [ অতিরাত্র ক্রতুতে ] রাত্রির কৰ্ম্ম নির্বাহু করেন । [ উহাতে ] নিবিং বা পুরোরুকৃ বা ধায্য বা অন্য দেবতার উদ্দিষ্ট শস্ত্র পঠিত হয় না। কেবল ইন্দ্ৰই ছন্দোগণের সহিত রান্ত্ৰিৰ কৰ্ম্ম নিৰ্বাহ করেন । [ রাত্রিতে অতুষ্ঠিত ] পর্যায়সকল দ্বারাই তাহারা [ যাগভূমি ] পরিক্রমণ করিয়া অস্বরদিগকে নিরাকৃত করিয়াছিলেন। পর্য্যায়সমূহ স্বারা পর্য্যায় ( পরিক্রমণ ) করিয়া উহাদিগকে নিরাকৃত করিয়াছিলেন, উহাই পৰ্য্যায়সকলের পর্য্যায়ত্ব। প্রথম পৰ্য্যায় দ্বার। পূর্বরাত্রই হইতে, মধ্যম পৰ্য্যায় দ্বার। মধ্যরাত্র হইতে ও শেষ পর্য্যায় দ্বারা শেষরাত্র হইতে উহাদিগকে নিরাকৃত করিয়াছিলেন। ছন্দের। বলিয়াছিল, [ অহে ইন্দ্ৰ ] আমরাই শর্বরী (রাত্রি ) হইতে [ অস্বরদিগকে নিরাকৃত করিবার জন্য ] তোমার অনুগমন করিয়াছি। এই জন্তই ঐ ছন্দ গুলিকে অপিশর্বর নাম দেওয়া হইয়াছে। চন্দ্র রাত্রির অন্ধকারকে মৃত্যুর মত ভয় করিয়াছিলেন ; ঐ ছন্দেরাই তাহাকে সেই ভয় হইতে উত্তীর্ণ করিয়াছিলেন । ইহাই অপিশৰ্বরের [ তস্নামক ছন্দের ] আপিশর্বত্ব । to (১) অতিরাত্র যজ্ঞে রাত্রিকালে তিন পৰ্য্যায় অতুষ্ঠিত হয়। প্রত্যেক পৰ্য্যায়ে চারি বার সোমপূর্ণ চমস ঋত্বিকৃগণকে খুরিয়া আসে। এক এক বার ঘুরিয়া আলিবার