পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৩৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ পঞ্চিকা : ১৭শ অধ্যায় ] ঐতরেয় ব্রাহ্মণ ২২৩ পাশ নিরাকৃত করিয়া থাকেন। এইরূপে স্বস্তিতেই হোতা ( পাশ হইতে ] উন্মুক্ত হন ও পূর্ণায়ু হইয়া পূর্ণায়ু লাভ করেন। যে ইহা জানে, সে পূর্ণ আয়ু লাভ করে। ঐ মন্ত্রের "মৃচয়স্ত জন্মনঃ” এ স্থলে সূৰ্য্যই গমন করেন বলিয়। [ গতিবাচক মুচয় শব্দের } লক্ষ্য ; এই জন্য এই মন্ত্র পাঠে স্থৰ্য্যকে অতিক্রম করা হয় না। আর এই মন্ত্রে দুই চরণ থাকায় ইহা পুৰুষসদৃশ-ছন্দোযুক্ত১০ ; এইরূপে উহা সকল ছন্দকেই ব্যাপ্ত করে ; এই জন্য বৃহতীরও অতিক্রম হয় না। (১) ৭৩২২৬ । (২) এই প্রগাথে দুইটি মন্ত্র আছে ; দুইটিকে গাথিয় তিনটি বৃহতীতে পরিণত করা হয়। প্রথম মন্ত্রটির চারি চরণে ছত্ৰিশ অক্ষর আছে ; উহ স্বভাবতঃ বৃহতী। দ্বিতীয় ঋকৃ বৃহতী নহে, কিন্তু উহার প্রথমার্দ্ধে ও দ্বিতীয়াদ্ধে বিশটি করিয়া অক্ষর আছে। প্রথম ঋকের শেষ চরণের আট অক্ষর দুই বার পাঠ করিলে ষোল অক্ষর হয়। এই ষোল অক্ষরের সহিত দ্বিতীয় ঋ:কর প্রথমাৰ্দ্ধ যোগে ছত্রিশ ও দ্বিতীয়াৰ্দ্ধ যোগে ছত্রিশ এইরূপে দুইটি বৃহতী গাথা হয়। (৩) ৭৩২২২ । (৪) BBBBB BBBDDS S0S ggg S S gggSBBS SS BBBBBS S গায়ত্রীর ২৪ ও জগতীর ৪৮ উভয়ে মিলিয়া ৭২ অক্ষর ; বৃহতীর ৩৬ অক্ষর, অতএব গায়ত্রী ও জগতী একযোগে দুই বৃহতীর সমান। (৯) এই ব্রাহ্মণোক্ত ঋক্ সংহিতামধ্যে নাই | (১০) কেন না, পুরুষেরও দুই 5 | পঞ্চম খণ্ড—অতিরাত্ৰ-আশ্বিন শস্ত্র আশ্বিন শস্ত্রের সমাপ্তি—“ব্রহ্মণস্প ত্যা-ইত্যেতাভ্যাম্” ব্ৰহ্মণস্পতি-দৈবত মন্ত্রে আশ্বিন শস্ত্র সমাপ্ত করা হয়। বৃহস্পতিই ব্রহ্ম, এতদ্বারা যজমানকে শস্ত্রান্তে ব্রহ্মেই প্রতিষ্ঠিত করা হয়। প্রজাকামী ও পশুকামী “এবা পিত্রে বিশ্বদেবায় বৃষ্ণে”ং এই মন্ত্রে সমাপ্ত করিবে। কেন না, "বৃহস্পতে স্বপ্রজা বীরবস্তঃ” এই [তৃতীয় চরণ ] পাঠে প্রজাস্বারা স্বসস্তানযুক্ত ও বীরযুক্ত হইবে। [ তদ্ব্যতীত চতুর্থ চরণ ] “বয়ং স্যাম পতয়ে রয়ীণামূ” থাকাতে যে স্থলে ইহা জানিয়া ঐ মন্ত্রে সমাপ্ত করা হয়, সেখানে যজমান প্রজাবান, পশুমান, রয়িমান ( ধনবান্‌) ও বীরবান হইয়া থাকে। তেজস্কামী ও ব্রহ্মবর্চসকামী—“বৃহস্পতে অতি যদৰ্য্যো অর্থাৎ”° এই মন্ত্রে সমাপ্ত করিবে ; তাহাতে অন্যকে অতিক্রম করিয়া ব্রহ্মবৰ্চণ লাভ করবে। [ ঐ মন্ত্রের দ্বিতীয় চরণে ] যে “হ্যমং” আছে, উহা পাঠে ব্রহ্মবৰ্চসই “দ্যুমৎ” ( দীপ্তিযুক্ত) হইয়া বিশেষরূপে প্রকাশ পায় ; কেন না, ব্রহ্মবৰ্চ্চলই বিশেষরূপে প্রকাশ পাইয়া থাকে। [ তৃতীয় চরণের ] *বন্দীদ্বয়চ্ছবস ঋত প্রজাত” এ স্থলেও ব্রহ্মবৰ্চসহ