পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৩৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ পঞ্চিকা : ১৭শ অধ্যায় ] ঐতরেয় ব্রাহ্মণ २२१ প্রথম ঋক্ তিন বার, দ্বিতীয় ঋক্ চারি বার ও তৃতীয় ঋকৃ এক বার আবৃত্ত হয়। দ্বিতীয় পৰ্য্যায়ে প্রথম ঋক্ এক বার, দ্বিতীয়টি তিন বার ও তৃতীয়টি চারি বার অাবৃত্ত হয় । তৃতীয় পৰ্য্যায়ে প্রথমটি চারি বার, দ্বিতীয়টি এক বার, তৃতীয়টি তিন বার আবৃত্ত হয়। এইরূপে চব্বিশটি মন্ত্রে নিম্পন্ন স্তোম এই দিন গীত হয় বলিয়া এই দিনের সোমপ্রয়োগেরও নাম চতুৰ্বিবংশ। আরম্ভণীয় ও চতুবিংশ নামের হেতু ব্রাহ্মণে প্রদর্শিত হইতেছে। (৩) চতুবি শশস্ত্রে বিহিত আরম্ভণীর ষাগে উকৃথ্য নামক জ্যোতিষ্ট্রোমের প্রসংস্থা বিহিত । [ মতাস্তরে অগ্নিষ্ট্রোম বিহিত, পরে দেখ ]। উকৃথ্য ক্রতুতে পোনেরটি শস্ত্র ও পোনের স্তোত্রের বিধান আছে। প্রত্যেক স্তোত্রে চব্বিশটি মন্ত্র থাকায় মোটের উপর ৩৬০টি মন্ত্র উকৃধ্যক্রতুতে গীত হয়। (৪) অগ্নিষ্ট্রোমে বার শস্ত্র ও বার স্ত্রোত্র। তন্মধ্যে পবমান স্তোত্র তিনটি-বহিষ্পবমান, মাধ্যদিন পবমান ও আর্তব পবমান। অন্য স্তোত্র নয়টি। পবমান স্তোত্র তিনটির প্রত্যেক স্তোত্রে অষ্টচিত্বারিংশ স্তোম গীত হয়, অর্থাৎ তিনটি ঋক্ মন্ত্রকে পুনঃ পুনঃ আবৃত্তি দ্বারা প্রতি পৰ্য্যায়ে ষোল ও তিন পৰ্য্যায়ে আটচল্লিশ মন্ত্রে পরিণত করা হয়। এইরূপে তিন পবমান স্তোত্রে স্তোত্রিয় সংখ্যা ৩ × ৪৮ = ১৪৪ ৷ অবশিষ্ট নয়টি স্তোত্রের প্রত্যেক স্তোত্রিয় সংখ্যা ২৪, সাকল্যে ৯ × ২৪ = ২১৬, সমুদয়ে মন্ত্রসংখ্যা—১৪৪ + ২১৬=৩৬• । (৫) উকৃথ্য ক্রতুর অন্তর্গত পোনের স্তোত্রের প্রত্যেক স্তোত্রই চতুৰ্ব্বিংশ স্তোমযুক্ত, আর অগ্নিষ্টোমের নয়টি স্তোত্র চতুৰ্বিবংশস্তেমিক, অন্য তিনটি ( পব আন তিনটি ) অষ্টচিত্বারিংশস্তোমক । অতএব চতুৰ্ব্বিংশাহে অগ্নিষ্ট্রোম অপেক্ষ উকৃথ্য প্রয়োগই যুক্ত হয়। সপ্তম খণ্ড—গবাময়ন গবাময়নের অন্তর্গত পৃষ্ঠ্য ষড়হে পৃষ্ঠস্তেজ গীত হয়। পৃষ্ঠস্তোত্রে বিহিত বৃহদ্ৰথস্তর সামন্বয়ের প্রশংসা, যথা—“বৃহদ্ৰথস্তরে - অনবদৃষ্টে ভবতঃ” r বৃহৎ ও রথগুর- এই দুইটি সাম বিহিত হয় । এই যে বৃহৎ ও রথন্তর, ইহারা যজ্ঞের পারপ্রাপ্তির জন্য নৌকাস্বরূপ ;ং উহাদের দ্বারাই সংবৎসর সত্র উত্তীর্ণ श्७ध्र1 श्वांश्च । এই বৃহৎ ও রধস্তর পাদস্বরূপ, এবং চতুবিংশ দিবস (অর্থাৎ তদিনে সম্পাদ্য আরম্ভণীয় যজ্ঞ ) মস্তকস্বরূপ। ইহাতে পাদদ্বয় দ্বারাই মস্তকের শ্রী সাধিত হয়। এই বৃহৎ ও রথস্থর পক্ষীর ] পক্ষম্বরূপ ও এই [ চতুৰ্ব্বিংশ,] দিবস মন্তকুম্বরূপ। ইহাতে পক্ষদ্বয় দ্বারাই মন্তকের শ্ৰী সাধিত হয়। o সেই দুই সাম একেবারে পরিত্যাগ করিবে না। যদি কেহ ঘুেই দুইটিকেই একেবারে পরিত্যাগ করে, তাহা হইলে যেমন বন্ধনছিন্ন নৌকা এ-তীয় ও-তীর