পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৩৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ পঞ্চিক : ১৮শ অধ্যায় ] ঐতরেয় ব্রাহ্মণ తిరి সেই দিন একবিংশস্থানীয়। সেই দিনে মন্ত্ৰসকল দিবাভাগে কীৰ্ত্তিত হয়। ঐ দিনের পূৰ্ব্বে দশ দিন আছে ও পরে দশ দিন আছে ; মধ্যবর্তী ঐ দিন একবিংশস্থানীয় ও উভয় দিকে বিরাটের মধ্যে প্রতিষ্ঠিত। যেহেতু উহা উভয় দিকে বিরাটের মধ্যে প্রতিষ্ঠিত, সেইজন্য এই [ একবিংশাহ অথবা তদনুরূপ আদিত্য ] এই লোকসকলের মধ্যে বিচরণ করিয়াও ব্যথিত হয়েন না। সেই আদিত্য স্বৰ্গলোক হইতে পড়িয়া যাইবেন, দেবগণ এই ভয় করিয়াছিলেন ও তিনটি অধোবৰ্ত্তী স্বৰ্গলোক দ্বারা তাহাকে স্বস্থানে ] ধরিয়া রাথিয়াছিলেন । [ পূৰ্ব্ববত্তী স্বরসাম দিবসত্ৰয়ে গীত ] স্তোম তিনটি সেই তিন স্বৰ্গলোকের স্বরূপ। আবার সেই আদিত্য উৰ্দ্ধমুখে স্বৰ্গলোক ছাড়িয়। ] চলিয়। যাইবেন, দেবগণ এই ভয় করিয়াছিলেন। তখন তাহারা আর তিনটি উৰ্দ্ধস্থিত স্বৰ্গলোক দ্বারা তাহাকে [ স্বস্থানে ] ধরিয়া রাখিয়াছিলেন । [ পরবত্তী স্বরসামদিবসত্রয়ে গীত ] স্তোম তিনটি এই তিন স্বৰ্গলোকের স্বরূপ। তাহা হইলে [ বিষুবদিনের ] পূৰ্ব্ববর্তী তিন দিন সপ্তদশ- স্তোম ] যুক্ত হয় ও পরবর্তী তিন দিনও সপ্তদশ-[ cস্তাম ]-যুক্ত হয়। তাহাদের মধ্যগত একবিংশাহ উভয় দিকে স্বরসামদিবস দ্বারা ধৃত থাকে। যেহেতু উনি (বিষুবস্থানীয় আদিত্য ) উভয় দিকে স্বরমালদিবস দ্বারা ধৃত থাকেন, এই জন্য তিনি এই লোকসকলের অভ্যন্তরে বিচরণ করিয়াও ব্যথিত হয়েন না । সেই আদিত্য স্বৰ্গলোক হইতে নিম্নে পতিত হইবেন, দেবগণ এই ভয় করিয়াছিলেন। এবং তাহাকে অধোবৰ্ত্তী পরম স্বৰ্গলোক দ্বারা ধরিয়া রাখিয়াছিলেন । ত্রয়ন্ত্রিংশ ] স্তোম পরম স্বৰ্গলোকস্বরূপ । আবার আদিত্য উৰ্দ্ধে উঠিয়া যাইবেন, দেবগণ এই ভয় করিয়াছিলেন এবং তাহাকে উৰ্দ্ধস্থিত পরম স্বর্গলোক দ্বারা ধরিয়া রাখিয়াছিলেন । [ ত্রয়ন্ত্রিংশ ] স্তোমই পরমস্বর্গলোকস্বরূপ । এইরূপ হইলে { বিষুধাহের ] পূৰ্ব্বে তিনটি সপ্তদশ-মন্ত্রাত্মক স্তোম ও পরে তিনটি সপ্তদশ-মন্ত্রাত্মক স্তোম থাকে । [ এই ছয়টি সপ্তদশমন্ত্রনিৰ্ম্মিত স্তোমের মধ্যে ] জুই দুইটি একত্র করিয়া তিনটি চতুস্ত্রিংশ-মন্ত্রনিৰ্ম্মিত স্তোম হয়। স্তোমসমূহের মধ্যে চতুস্ত্রিংশ স্তোমই উত্তম। এতদ্বারা সেই স্তোমের উপর স্থাপিত হইয়া [ বিষুবস্থানীয় আদিত্য ] তাপ দেন ; তদুপরি স্থাপিত হইয়াই তিনি তাপ দেন। এই সেই আদিত্য এই ভূত ও ভবিষ্যৎ সকল [ বস্তু ] হইতেই উৎকৃষ্ট এবং এই জগতে যাহা কিছু আছে, তাহী-সকলের অপেক্ষ দীপ্তিমান ও উৎকৃষ্ট। যে ইহা জানে, সে যাহা হইতে উৎকৃষ্ট হইয়া শোভা পাইতে চাহে, তাহা হইতে উৎকৃষ্ট হয়। - , (১) বিষুব দিনের পূর্বে তিন দিন স্বল্পসাম, একদিন অভিজিৎ ও ছয়খনি পৃষ্ঠ্য বড়হ, এই দশ দিনের কথা বলা হইতেছে। ঐক্ষপে বিষুব দিনের পরে তিন দিন স্বরসাম,