পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৩৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ऐ 8२ রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র বলিয়াছিলেন, তোমরা [ ঋত্বিকৃ ] হইয়। দ্বাদশাহ দ্বারা আমার যাগ করাও। তাহারা প্রজাপতিকে দীক্ষিত করিয়া ও [ দীক্ষাস্তে যাগসমাপ্তি পর্য্যস্ত দেবযজন ভূমি হইতে ] উহার বাহিয়ে গমন নিষেধ করিয়া বলিয়াছিলেন, আমাদিগকে শীঘ্ৰ দান কর, পরে তোমাকে যাজন করিব। তখন প্রজাপতি র্তাহাদিগকে অন্ন ও রস দিয়াছিলেন । সেই রস ঋতুসকলে ও মাসসকলে নিহিত হইয়াছিল। দান করিলে পর তাহার। প্রজাপতিকে যাজন করিলেন ; কেন না, দানকারী পুরুষই যাজনযোগ্য। র্তাহারা [ দানের ] প্রতি গ্ৰহ করিয়া তাহাকে যাজন করিয়াছিলেন ; সেই জন্য প্রতিগ্রহকারী পুরুষকর্তৃকই ষাজন কৰ্ত্তব্য। যাহারা ইহা জানিয়া যজন করে ও যাজন করে, তাহারা উভয়েই সমৃদ্ধি লাভ করে। ঐ সেই ঋতুগণ ও মাসগণ দ্বাদশাহে প্রতিগ্রহ করিয়া আপনাদিগকে [পাপভায়ে ] গুরু বলিয়া মনে করিলেন । র্তাহারা প্রজাপতিকে বলিলেন, তুমি আমাদিগকে দ্বাদশাহ দ্বারা যাগ করাও । প্রজাপতি বলিলেন, তাহাই হইবে, তোমরা দীক্ষিত হও। তখন [ তাহাদের মধ্যে ] পূৰ্ব্বপক্ষগণ ( শুক্লপক্ষগণ) পূৰ্ব্বে দীক্ষিত হইলেন ও র্তাহারা পাপ নাশ করিলেন ; সেই জন্য র্তাহারা যেন দিনের মত [ উজ্জল ] ; কেন না, যাহারা নষ্টপাপ, তাহারাও দিনের মত [ উজ্জল ] । অন্য অপরপক্ষগণ ( কৃষ্ণপক্ষগণ) পশ্চাৎ দীক্ষিত হইলেন ; তাহারা সম্যকৃভাবে পাপনাশ করিতে পারেন নাই, সেই জন্য র্তাহারা যেন অন্ধকারের মত ; কেন না, যাহারা অনষ্টপাপ, তাহারাও অন্ধকারের মত। এই জন্য যে ইহা জানে, সে দীক্ষমাণদের পূর্বে ও পূৰ্ব্বপক্ষে ( শুক্লপক্ষে ) দীক্ষিত হইতে চেষ্টা করিবে । যে ইহা জানে, সে পাপ নাশ করে। এই সেই প্রজাপতিরূপী সংবৎসর ঋতুগণে ও মাসগণে প্রতিষ্ঠিত হইয়াছিলেন ; এবং এই সেই ঋতুগণ ও মাসগণ প্রজাপতিরূপী সংবৎসরে প্রতিষ্ঠিত হইয়াছিলেন। এইরূপে র্তাহারা পরস্পরে প্রতিষ্ঠিত হইয়াছিলেন। যে যজমান এইরূপে দ্বাদশাহ দ্বারা স্বজন করে, সে ঋত্বিকেই প্রতিষ্ঠিত হয়। সেই জন্য [ ব্রহ্মবাদীরা ] বলেন যে, দ্বাদশাহ দ্বারা পাপী পুরুষের ষাজন করিবে না, তাহাতে সেই পাপ আমাতে (যাজকে) প্রতিষ্ঠিত হইতে পারে। এই যে দ্বাদশাহ, ইহা জ্যেষ্ঠের ষজ্ঞ । যিনি এতদ্বারা [ সকলের ] অগ্রে যাগ করিয়াছিলেন, তিনি দেবগণের মধ্যে জ্যেষ্ঠ । এই যে দ্বাদশাহ, ইহা শ্রেষ্ঠের যজ্ঞ, যিনি এতুদ্বারা অগ্রে যাগ করিয়াছিলেন, তিনি দেবগণের মধ্যে শ্রেষ্ঠ । জ্যেষ্ঠ এবং শ্ৰেষ্ঠ এই বাগ করিবে ; তাহাতে বৎসর কল্যাণপ্ৰদ হইবে। দ্বাদশাহ দ্বারা পাপী পুরুষের ধাজন করিবে না ; তাহাতে ৰাজকেই পাপ প্রতিষ্ঠিত হইতে পেেয় ।