পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৩৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R8&e রামেজস্বন্দর রচনাসমগ্র পোষ (পণ্ড )। ঐ স্বর্গ লোক এই [ ভূ Jলোকে পর্য্যাবর্তন করিয়াছিল ; সেই জন্ত [ ভূলোক ও ছালোকের ঐরূপ মিলন হেতু ] ছাবাপৃথিবী একত্র সমৃদ্ধ হইয়াছিলেন। অস্তরিক্ষ হইতে ছালোক ভিন্ন নহে, ভূমিও অস্তরিক্ষ হইতে ভিন্ন নহে ॥১১ (১) সবনত্রয়ে গায়ত্রী, ৫িষ্ট্রপ, ও জগতী, এই তিন ছন্দের বিধান ; এই তিন ছন্দেরই কথা হইতেছে। (২) নিজের স্থান প্রাতঃসবন ত্যাগ করিয়া অপর দুই ছন্দের স্থান অন্ত দুই সবন পাইতে ইচ্ছা করিয়াছিলেন। (৩) স্বস্বস্থানবিপরীতত্বেন উঢ়ানি স্থানাস্তরে প্রক্ষিপ্তানি ছন্দাংসি যস্মিন দ্বাদশাহে সোহহং ব্যুঢ়চ্ছন্দা; (সায়ণ ) —যেখানে স্বস্থান ছাড়িয়া অন্যত্র ছন্দ প্রক্ষিপ্ত হয়—সেই দ্বাদশাহ বুঢ়ছন্দ। (৪) দেবমনুস্তাদি পঞ্চবিধ প্রাণী ( পূৰ্ব্বে দেখ )। (৫) “ইমমিন্দ্র স্থতং পিব” (১৮৪৪) এই ঋকৃ হইতে উৎপন্ন সাম নেীধস । (৬) “ত্বামিদাহো নরঃ” ( ৮৯৯১ ) এই ঋকৃ হইতে উৎপন্ন সাম গুৈত । (৭) দেবযজন ভূমি অর্থে যজ্ঞভূমি। স্বর্গের যজ্ঞভূমি চন্দ্রমগুলে কলঙ্করূপে বৰ্ত্তমান। (৮) অর্থাৎ শুক্লপক্ষে যখন চন্দ্রমণ্ডল ক্রমশঃ পূর্ণ হয় ও কৃষ্ণচিহ্ন দেখা যায়। (৯) কৰ্ম্মীরা দক্ষিণমার্গে চন্দ্রমগুলে গমন করেন, ইহা উপনিষদাদিতে প্রসিদ্ধ। (১০) উপরে বলা হইয়াছে, ভূমি স্বর্গে দেবযজন স্থাপন করেন এবং স্বর্গ ভূমিতে পশুগণকে স্থাপন করেন। এই পশুশক স্থলে “উষ” শবও ব্যবহৃত হয় ; “পশূন আসে। অস্তামূ” ইহার পরিবর্তে “উষান অসৌ অস্তাম্‌” এইরূপ বাক্যও দেখা যায়। এই অপ্রচলিত “উষ” শব্দও যে পশুবাচক, ইহাই এ স্থলে বুঝান হইতেছে। সায়ণ বলেন, কাস্ত্যর্থক বশ ধাতু হইতে উষ শব্দ নিম্পন্ন হইতে পারে। কাস্তিযুক্ত বলিয়া পশুই উষ। পশূনাং চমরাণীনাং কমনীয়ত্বং প্রসিদ্ধম্। (সায়ণ)। (১১) সায়ণ এইরূপ অর্থ করিয়াছেন। স্থালোক ও ভূলোক পরস্পর মিলিত হইয়াছিল। অস্তরিক্ষও তদুভয় হইতে অভিন্ন বলিয়া উহাদের অন্তর্গত ও উহাদের সহিত মিলিত । ষষ্ঠ খণ্ড—দ্বাদশাহ স্বাদশাহের অন্তর্গত পৃষ্ঠ্য ষড়হে পৃষ্ঠস্তোত্রের উপযুক্ত সামসমূহের বিধান, যথা— “বৃহচ্চ বৈ.দীক্ষতে”। [ সকল সামের ] অগ্রে বৃহৎ এবং রথন্তর, ইহার বর্তমান ছিলেন। তাহারা বাকৃম্বরূপ ও মনঃস্বরূপ ছিলেন। রথন্তরই বাকু ও বৃহৎ মন। সেই পুরুষরূপী ] বৃহৎ পূৰ্ব্বে স্বষ্টি করিতে ইচ্ছুক হইয়া [ স্ত্রীস্বরূপ ] রথস্তরকে ক্ষুদ্র মনে করিয়াছিলেন। তখন রথীন্তর গর্ভ ধারণ করিলেন এবং বৈরূপ সামকে পুত্ররূপে ] স্থষ্টি • করিলেন। তখন রথন্তর ও বৈরূপ, তাহারা দুই জন