পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৩৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ পঞ্চিকা ঃ ২০শ অধ্যায় ] ঐতরেয় ব্রাহ্মণ . R.8 Ꮔ হইয়া বৃহৎকে ক্ষুদ্র [স্ট্রীস্বরূপ] মনে করিয়াছিলেন। তখন বৃহৎ গর্ত ধারণ করিলেন ও বৈরাজকে স্বষ্টি করিলেন। বৃহৎ ও বৈরাজ, ইহারা দুই জন হইয়া ব্লথস্তর ও বৈরূপকে ক্ষুদ্র মনে করিলেন ; তখন রথীন্তর গর্ভ ধারণ করিলেন ও শাকরকে স্বষ্টি করিলেন। রথন্তর ও বৈরূপ ও শাক্কর, ইহার তিন জন হইয়। বৃহৎকে ও বৈরাজকে ক্ষুদ্র মনে করিলেন। তখন বৃহৎ গর্ত ধারণ করিলেন ও রৈবতকে স্থষ্টি করিলেন। এই তিন জন ( রথন্তর, বৈরূপ, শাকর ) এবং অন্য তিন জন ( বৃহৎ, বৈরাজ, রৈবত ), ইহার ছয়টি পৃষ্ঠে পরিণত হইয়াছিলেন।১ সেই সময়ে তিনটিমাত্র ছন্দ (গায়ত্রী, ত্রিইপ, ও জগতী ) ঐ ছয়টি পৃষ্ঠস্তোত্র নিম্পাদনে সমর্থ হয় নাই। সেই গায়ত্রী গর্ত ধারণ করিলেন ও তিনি অনুষ্টুপ কে স্বষ্টি করিলেন ; ত্রিইপ, গর্ত ধারণ করিলেন, তিনি পংক্তিকে স্বষ্টি করিলেন ; জগজী গর্ত ধারণ করিলেন, তিনি অতিচ্ছন্দকে স্বষ্টি করিলেন । এইরূপে সেই তিন এবং এই অন্য তিন [ একযোগে ] ছয়টি ছন্দ হইলেন। র্তাহারা তখন ছয়টি পৃষ্ঠস্তোত্র নিম্পাদনে সমর্থ হইলেন ; যজ্ঞ স্বপ্রয়োজনে সমর্থ হইল। যে স্থলে যজমান ছন্দসকলের ও পৃষ্ঠসকলের এইরূপ কল্পনাপ্রকার জানিয়া দীক্ষিত হয়, সেই জনসমূহমধ্যে সেই যজমান সমর্থ হয়। (১) পৃষ্ঠ্য ষড়হের প্রথম, তৃতীয় ও পঞ্চম দিনে রথন্তর,বৈরূপ ও শাকর দ্বারা এবং দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ দিনে বৃহৎ, বৈরাজ, রৈবত দ্বারা যথাক্রমে পৃষ্ঠস্তোত্র নিম্পাদিত হয়। (২) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিনে গায়ত্রী, ডিষ্ট্রপ, জগতী হইতে পৃষ্ঠস্তোত্র নিম্পাদিত হয় ; চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ দিনে অন্তর্টুপ, পংক্তি ও অতিচ্ছন্দ পৃষ্ঠনিম্পাদক হয়। বিংশ অধ্যায় প্রথম খণ্ড—দ্বাদশাহ–নবরাত্র দ্বাদশাহের প্রথম ও শেষ দিন অতিরাত্র অনুষ্ঠিত হয়। সেই দুই দিন ও দশম দিন ত্যাগ করিয়া অবশিষ্ট নয় দিনের নাম নবরাত্র। এই নবরাত্রের অঙ্গুষ্ঠান এক এক দিন ক্রমে ক্রমশঃ বর্ণিত হইতেছে। নবরাত্রের প্রথম দিনের অনুষ্ঠান, যথা— “অগ্নির্বৈ...য এবং বেদ” so অগ্নি দেবতা, ত্রিবৃৎ স্তোম, রথন্তর সাম, গায়ত্রী ছন্দ [ নবরাত্রের ] প্রথমাহ । নিৰ্ব্বাহ করে। ষে ইহা জানে, সে এতদ্বারা যথোচিত দেবতা, স্তোম, সাম ও ছন্দ বিধান করিয়া সমৃদ্ধ হয় । w *