পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৩৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

R&o রামেক্সমুন্দর রচনাসমগ্র যাহা বন্ধ, তাহাই অস্ত ; তৃতীয়াহও অন্তে স্থিত, অতএব উহা তৃতীয় দিনে তৃতীয়াহের অন্থকূল । “জাতবেদসে স্থনবাম সোমমূ”১০ এই জাতবেদোদৈবত মন্ত্র সকল দিনে বিহিত। “ত্বমগ্নে প্রথমে অঙ্গিয়া ঋষিঃ১১ এই জাতবেদোদৈবত স্থত্ত [ উহার সকল মন্ত্রের আরম্ভে “ত্বমগ্নে’ পদ থাকায় ] তৃতীয় দিনে তৃতীয়াহের অমুকুল। ইহাতে "হং ত্বং” শব্দ [পরবর্তী ত্র্যহকে সম্মুখে রাখিয়া বলায় প্রথম ত্রাহের সহিত ] পরবর্তী ত্রাহের অবিচ্ছেদ ঘটে। যাহার। ইহা জানিয়া যাগাকুষ্ঠান করে, তাহারা পরস্পর অবিচ্ছিন্ন ও সম্বন্ধ ত্র্যহ দ্বারাই যাগামুষ্ঠান করে। (১) ২১২১ এই স্থক্তের প্রতি মস্ত্রের শেষে “নৃমস্ত মহাস জনাস ইন্দ্রঃ” এই চরণ 학ft| () tit { () Isl8 || (8) 8t이S || (t) 의 비8 || () 8어버s I () 》이 이》 || () 이s || (a) sle8|s I (so) slsal》 || | לוצטיול (ל צ) তৃতীয় খণ্ড—দ্বাদশাহ–নবরাত্র দ্বাদশাহের মধ্যবর্তী নবরাত্রে তিনটি ব্যুহ। তাহার প্রথম ত্রাহের বিবরণ সমাপ্ত হইল। ঐ ব্র্যহ পৃষ্ঠ্য ষড়হের পূর্বভাগ। উহার উত্তর ভাগ নবরাত্রের মধ্যম হ্রাহের বিষয় এখন বলা হইবে। এই মধ্যম ত্রাহের প্রথম দিন নবরাত্রের চতুর্থ দিন। সেই দিনের অনুষ্ঠানাদি, যথা—“আপ্যন্তে বৈ.পরিগৃহীত্যৈ” তৃতীয় দিনে স্তোমসকল ও ছন্দসকল সমাপ্ত হয়। তাহার পর যাহা কেবল অবশিষ্ট থাকে, তাহ বাকৃ। এই অক্ষর তিন-অক্ষর-যুক্ত। “বাকৃ” এই এক অক্ষর ; সেই অক্ষর তিন-অক্ষর-বিশিষ্ট হইয়া উত্তর ত্রাহের স্বরূপ হয় । [ তন্মধ্যে ] একটির স্বরূপ বাকৃ, একটির গেী, একটির ষ্ঠেীঃ ৩ সেই জন্য বাকু [ দেবতাই ] চতুর্থাহ নিৰ্বাহ কবেন। যদি চতুর্থাহে নৃদ্ধ করা হয়, তাহা হইলে তদ্বারা [ “বাকৃ” ] এই অক্ষরকেই লক্ষ্য করিয়া উদ্যম করা হয়, ইহাকেই বন্ধিত করা হয়। এতদ্বারা চতুর্থাহের উৎকর্ষ ঘটে । f মূখ অন্নস্বরূপ ; কেন না, কৃষকেরা যখন t মেঘের ] সম্মুখে হৰে গান করিতে করিতে বিচরণ করে, তখনই ভক্ষ্য অন্ন উৎপন্ন হয়। সেই হেতু চতুর্থাহে যে নৃদ্ধ করা হয়, ইহাড়ে অল্পই উৎপাদিত হয়। ইহাতে ভক্ষ্য অমের উৎপত্তি ঘটে। সেই হেতু চতুর্থাহ উৎপাদনকারক। *