পাতা:রামেন্দ্রসুন্দর রচনাসমগ্র দ্বিতীয় খণ্ড.djvu/৪১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Roos রামেন্দ্রম্বন্দর রচনাসমগ্র স্পর্শ করিতেছি—এই মন্ত্রে [সদ:স্থানে নিহিত ] উচ্চুম্বর-শাখা স্পর্শ করেন। এই উচ্চুম্বরই ঐ মস্ত্রোক্ত ] অন্নস্বরূপ ও রসস্বরূপ। পুরাকালে দেবগণ আপনাদের মধ্যে অন্ন ও রস বিভাগ করিয়া লইয়াছিলেন ; তৎকালে [ ভূমিপতিত অল্পসের অংশ হইতে ] উচ্চুম্বর উৎপন্ন হইয়াছিল। সেই জন্য সেই উদস্বরবৃক্ষ সংবৎসরমধ্যে তিন বার ফলবান হয়। এই যে উচ্চুম্বর স্পর্শ করা হয়, এতদ্বারা ভক্ষণীয় অঙ্ককেও রসকেই =পশ করা হয় । তৎপরে বাকৃসংযম (মৌন ধারণ ) করা হয়। যজ্ঞই বাকৃম্বরূপ ; এতদ্বারা নিয়মিত করা হয়। দিবাভাগে বাকৃ-সংযম হয়। দিবীভাগ স্বৰ্গলোকস্বরূপ, এতদ্বারা স্বৰ্গলোককেই নিয়মিত ( অধীন ) করা হয়। দিবাভাগে বাগ বিসর্গ করিবে না ( কথা কহিবে না ) ; দিবাভাগে বাগ বিসর্গ করিলে দিনকে শত্রুর স্থানে দেওয়া হইবে। রাত্রিতেও বাগ বিসর্গ করিবে না। রাত্রিতে বাগ বিসর্গ করিলে রাত্রিকেও শত্রুর স্থানে দেওয়া হইবে। [ দিনে বা রাত্রিতে কথা না কহিয়। ] যখন সূৰ্য্য অস্তগমন-কাল প্রাপ্ত হুইবে, সেই সময়ে বাগ বিসর্গ করিবে। তাঁহাতে কেবল সেই [ অস্তগমন ] কালটুকুই শত্রুর স্থানে দেওয়া হইবে। অথবা সূৰ্য্য অস্তগত হইবা মাত্র বাগ বিসর্গ করিবে ; ত দ্বারা দ্বেষকারী শক্রকে তমোমগ্ন করা হইবে। 豹 [ সদস্থান হইতে বাহিরে আসিয়া ] আহবনীয়ে পরিভ্রমণ করিয়া বাগ বিসর্গ করিবে। আহবনীয় যজ্ঞস্বরূপ ; আহিবনীয় স্বৰ্গলোকস্বরূপ ; ইহাতে যজ্ঞদ্বারা ও স্বৰ্গলোক স্বার স্বৰ্গলোক পাওয়া যায়। “যদিহোনমকৰ্ম্ম যদত্যরীরিচাম প্রজাপতিং তং পিতয়মপ্যে।তু”—এই যজ্ঞে যে কৰ্ম্ম উন ( অসম্পূর্ণ) বা স্বাহ অকৰ্ম্ম (অননুষ্ঠিত) আছে এবং যাহা অতিরিক্ত হইয়াছে, সেই সমস্ত [ দোষজনক অনুষ্ঠান ] পিতা প্রজাপতিকে প্রাপ্ত হউক—এই মন্ত্রে বাগ বিসর্গ করিবে। সকল প্রজা প্রজাপতির পশ্চাৎ জন্মগ্রহণ করিয়াছে ; উন বা অতিরিক্ত উভয় পদার্থেরই আশ্রয়স্থান প্রজাপতি ; সেই জন্য [ এই মন্ত্র পাঠ করিলে ] উন ও অতিরিক্ত উভয় কৰ্ম্মকেই লক্ষ্য করিয়া প্রজাপতিকেই প্রাপ্ত হয়। সেই জন্ত এইরূপ জানিয়া ঐ মন্ত্র দ্বারাই বাগ বিসর্গ করিবে । {. ষষ্ঠ খণ্ড—দশমাহ অনস্তর চতুর্হোতৃমন্ত্রের ব্যাখ্যান, যথা—“অধ্বর্ধ্যো-উপবক্তাসং* চতুর্হোতৃমন্ত্র বলিবার পূৰ্ব্বে হোতা “অধৰ্য্যো” বলিয়া জাহান করিবেন । ইহাই এ স্থলে অহাৰ মন্ত্র হইবে ॥১